বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪, ২৫ আশ্বিন, ১৪৩১
আজকের সর্বশেষ সবখবর

সরকারের ভালো কাজ বিএনপির ভালো লাগে না: সেতুমন্ত্রী

editor
মে ২২, ২০১৮ ৫:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট: চলমান মাদকবিরোধী অভিযানে সারাদেশের মানুষ খুশি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘এটা বিএনপির ভালো লাগছে না। সরকারের কোনও ভালো কাজ বিএনপির ভালো লাগবে না, এটাই স্বাভাবিক।’ মঙ্গলবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে নোয়খালী জেলা সমিতির ইফতার মাহফিলে সংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘চলমান মাদকবিরোধী অভিযান জনগণের বহু প্রত্যাশিত অভিযান। সুনামিরর মতো মাদক ছড়িয়ে পড়ছে সব জায়গায়। এই মাদক তরুণ সমাজের একটা অংশকে ধ্বংস করে দিচ্ছে। সবাই এই ধরনের অভিযানের প্রশংসা করছেন।’ তিনি বলেন, ‘বিএমনি আজ পর্যন্ত আওয়ামী লীগের বিষোদগার ছাড়া মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে কখনও কোনও কথা বলেনি।’
সেতুমন্ত্রী বলেন, ‘মাদকের বিরুদ্ধে শেখ হাসিনা ছাড়া দেশের কোনও রাজনৈতিক দল কথা বলেনি। যা খুবই দুর্ভাগ্যজনক। এটা সমাজের বিরাট সমস্যা। এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা প্রয়োজন। সব রাজনৈতিক দলকে এ বিষয়ে ঐকমত্য পোষণ করা দরকার।’ তিনি বলেন, ‘বিএনপি জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা করছে। মাদকের বিরুদ্ধে তারা একটা কথাও বলেনি। এখন সরকার যখন একটা ভালো পদক্ষেপ নিয়ে অভিযান শুরু করেছে, তখন বিএনপির ভালো লাগছে না। সরকারের ভালো কাজ জনগণের কাছে প্রশংসিত হলে বিএনপির ভালো লাগে না, এটাই বাস্তবতা।’
মাদক মোকাবিলায় ক্রসফায়ার কতটুকু যুক্তিসঙ্গত—এমন প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ‘এটা তো ক্রসফায়ার না, মুখোমুখি যুদ্ধ। মাদক ব্যবসায়ীদের কাছে অস্ত্র আছে। তারা যদি মোকাবিলা করে পুলিশ ও র‌্যাব কি তাদের ছেড়ে দেবে? মাদক ব্যবসা যারা করে, তাদের সঙ্গে একটি শক্তিশালী সন্ত্রাসী চক্র আছে। কাজেই এ চক্রের সঙ্গে একটা মুখোমুখি সংঘাত হতেই পারে।’

Please follow and like us:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
Social media & sharing icons powered by UltimatelySocial