শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ, ১৪৩১
আজকের সর্বশেষ সবখবর

সরিষাবাড়ীতে অভ্যন্তরীণ বোরো ধান/ চাল সংগ্রহের উদ্বোধন

editor
মে ২০, ২০২৪ ১১:৫৭ অপরাহ্ণ
Link Copied!

এস এম খুররম আজাদঃ শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে অভ্যন্তরীণ বোরা ও চাল সংগ্রহ অভিযান ২০২৪ ইং অর্থ বছরের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২০ মে) দুপুর ১টায় উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে সরিষাবাড়ী সরকারি খাদ্য গুদামে অনুষ্ঠানটি সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ আব্দুর রশিদ এমপি, জাতীয় সংসদ সদস্য ১৪১ জামালপুর-৪ সদস্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরিষাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: মুশফিকুর রহমান, সরিষাবাড়ী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বুলবুল আহমেদ, উপাধ্যক্ষ মো: মিজানুর রহমান মিজান, সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ সরিষাবাড়ী পৌর-শাখা, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আশিসুল ইসলাম, অধ্যক্ষ আব্দুর রশিদ এমপি’র প্রতিনিধি মোঃ শাহীন মিয়া, সরিষাবাড়ী উপজেলা বি,আর,ডিভির চেয়ারম্যান মোহাম্মদ শফিকুল ইসলাম খোকনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আশিসুল ইসলাম জানান, ২০২৪ ইং অভ্যন্তরীণ চলতি মৌসুমে বোরো ধান-,চাল সংগ্রহ অভিযানে লক্ষ্যমাত্রা হচ্ছে ধান ১৭শত ৫৬ মেট্রিক টন যার প্রতি কেজি ধানের মূল্য নির্ধারণ করা ৩২ টাকা এবং চাল ১৪শত ৩৩ মেট্রিক টন যার প্রতি কেজি চালের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৫ টাকা হারে, যা সরাসরি কৃষকের কাছ থেকে সংগ্রহ করা হবে।
প্রতি কৃষক ৩ মেট্রিক টন ধান দিতে পারবে গুদামে। ধান- চাল সংগ্রহ অভিযান শুরু ২০মে ২০২৪ ইং শুরু হয়ে পুরো মৌসুম চলমান থাকবে।

Please follow and like us:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
Social media & sharing icons powered by UltimatelySocial