এস এম খুররম আজাদঃ জামালপুরের সরিষাবাড়ীতে পৌর জামায়াতের উদ্যোগে কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে পৌরসভা চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা আমির মাও. আব্দুস সাত্তার।
প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা সেক্রেটারি অ্যাড. আব্দুল আওয়াল।
পৌর আমির গোলাম রব্বানীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা সিনিয়র সহকারী সেক্রেটারি মাও. নুরুল হক জামালী, উপজেলা আমির প্রকৌশলী মাসুদ রানা দুলাল, সেক্রেটারি মাও. মুহাম্মাদ মনির উদ্দিন, শুরা ও কর্ম পরিষদ সদস্য প্রভাষক শামীম হোসাইন সোহেল, মাও. হানিফ উদ্দিন, উপজেলা ছাত্রশিবিরের (উত্তর) সভাপতি আহমেদ আরিফ, অ্যাড বেলাল হোসেন প্রমুখ।
সমাবেশ সঞ্চালনা করেন পৌর সেক্রেটারি আহম্মদ আলী।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।