রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫, ৫ মাঘ, ১৪৩১

সরিষাবাড়ীতে নবাবী খানা পিনার সেই বহুল কাঙ্খিত মটর বাইক বিজয়ীকে হস্তান্তর

editor
জুলাই ১, ২০২৪ ৯:১৫ অপরাহ্ণ
Link Copied!

জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে বহুল কাঙ্খিত হিরো হাং মটরবাইকটি লটারি ড্র করার মধ্যেদিয়ে: বিজয়ীকে হস্তান্তর করা হয়েছে।
জানাগেছে, গত দুই বছর আগে বৃহত্তর ময়মনসিংহ বিভাগের মধ্যে অন্যতম রেস্টুরেন্টে নবাবী খানাপিনা কর্তৃক লটারি খেলা বিনামূল্যে টিকিটের বিনিময়ে আয়োজন করা হয়।
অত:পর রেফেল ড্র হলে সকল পুরস্কার বিজয়ীরা পুরস্কার গ্রহন করলেও প্রধান আকর্ষণ প্রথম পুরস্কার মটর বাইকটির বিজয়ী ব্যক্তিকে খুজে পাওয়া যায়নি। পরে গত ৩০ শে জুন মাসে রবিবার রাত্রে প্রথম পুরস্কার শুধুমাত্র মটরবাইকের উপরে রেফেলড্রটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটির তত্বাবধায়ন ও সঞ্চালনা করেন, নবাবী খানাপিনা রেস্টুরেন্টের সত্বাধিকারী আলহাজ তুহিন তালুকদার। প্রধান অতিথি ওসি তদন্ত মো: ফয়সাল আহমেদ লটারি ড্র করে কূপন টিকিট উত্তলনে বিজয়ীকে মটর বাইক হস্তান্তর করেন।
বিজয়ীর উদ্দেশ্যে তিনি (ওসি তদন্ত) বলেন, ড্রাইভিং লায়সেন্স করত; হেলমেটসহ পায়ে জুতা পড়ে বাইক চালানোর জন্য তাকে (লটারী বিজয়ী) উপদেশ দেন।
মটর বাইক বিজয়ী হয়েছেন পৌরসভার সাতপোয়া গ্রামের ইকবাল হোসেন। এসময় উপস্থিত ছিলেন, সরিষাবাড়ী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো: আব্দুল গনী, কবি, প্রাবন্ধিক ও সাংবাদিক জাকারিয়া জাহাঙ্গীর, দি ডেইলি স্টারের শেরপুর, জামালপুর জেলা প্রতিনিধি মো: শহিদুল ইসলাম নিরব, কালের কন্ঠ, ৭১ টিভির সরিষাবাড়ী প্রতিনিধি মমিনুল ইসলাম কিসমত, দৈনিক আজকের প্রভাতের স্টাফ রিপোর্টার এস এম খুররম আজাদ , বিশিষ্ঠ ব্যবসায়ী শামীম তালুকদা, মো; মাহবুবুর রহমান (নসু) মো: হাফিজুর রহমান প্রমুখ।
বাইকের চাবি অর্পনের সন্ধিক্ষণে আলহাজ তুহিন তালুকদার মটরবাইক বিজয়ী ইকবালকে বলেন, একটি দূর্ঘটনা সারাজীবনের কান্না, তাই দৃড়তা ও সাবধানতার শহিত বাইক চালনার পরামর্শ দেন তিনি।

দৈনিক আজকের প্রভাত

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।