এস এম খুররম আজাদঃ পিকনিকে যাওয়ার পথে বাসের জানালা দিয়ে মাথা বের করায় গাছের সাথে ধাক্কা লেগে প্রাণ হারাল দশম শ্রেণির এক শিক্ষার্থী।
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়নের বাঘমারা-সোনাকান্দর মোড়ে শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থী মো. রাশেদুল ইসলাম (১৪)। সে সাতপোয়া ইউনিয়নের চর আদ্রা গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। সে চর ছাতারিয়া ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণিতে অধ্যয়নরত ছিলেন।
প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ জানান, সকালে ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে একটি বাস গাজীপুর সাফারি পার্কের উদ্দেশ্য পিকনিকের জন্য রওনা দেয়। বাসটি ছাড়ার কিছুক্ষণ পর শিক্ষার্থী রাশেদুল ইসলাম জানালা দিয়ে মাথা বের করে নাচতে থাকে। এসময় সরু রাস্তায় বাঘমারা-সোনাকান্দর মোড় বাসটি পার হওয়ার সময় একটি গাছের সঙ্গে তার মাথা ধাক্কা লাগে। পরে তাকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। অতঃপর পিকনিক বাতিল করে বিদ্যালয় কর্তৃপক্ষ।
এব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. চাঁদ মিয়া বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রাথমিকভাবে বাসটি আটক করা হয়েছে। কোনো অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করবেন বলেও জানান তিনি।