এস এম খুররম আজাদঃ জামালপুরের সরিষাবাড়ীতে সাস্থ্য সেবা সহায়তা সংস্থার শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (০১/০৩/২০২৫ ইং) দুপুর ২ টায় হাসপাতাল সংলগ্ন খাদ্য গুদামের সম্মুখে এ সংস্থার শুভ উদ্বোধন করা হয়। জানা যায়, পৌর এলাকা সহ এবং প্রত্যেক ইউনিয়নের প্রান্তিক পর্যায়ে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষদের দুর্ভোগবিহীন সাধ্যের মধ্যে সাশ্রয়ে সাস্থ্য সেবা দেবে সংস্থাটি। অনুষ্ঠানটির শুরুতে কুরআন তেলাওয়াত করে শুনান মো: আজগর আলী ইমাম খাদ্য গুদাম জামে মসজিদ।
ওষুধ কম্পানির প্রতিনিধি সংস্থা ফারিয়ার সভাপতি মো: ফরহাদ হোসেন মানিকে সঞ্চালনায়, vঢাকা জাতীয় পঙ্গু হাসপাতালের আবাসিক সার্জন (Rs) ডা: সাইফুর রহমান খান সোহানের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহ্বায়ক সরিষাবাড়ী যুবদল ও সাবেক মেয়র এ কে এম ফয়জুল কবীর তালুকদার শাহীন। অনুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন ঘোষণা করেন তিনি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সরিষাবাড়ী হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: রবিউল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন ডা: জাকির হোসেন, ডা: আরিফুল ইসলাম সরিষাবাড়ি প্রেসক্লাবের সভাপতি এস এম ইব্রাহীম হোসাইন, সিনিয়র সহ-সভাপতি এম এ রউফ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম রিপোর্টার্স ক্লাবের সভাপতি গুলজার হোসেন, সংস্থাটির পরিচালক জাহাঙ্গীর আলম খোকন প্রমুখ।
স্বাস্থ্য সেবা সহায়তা সংস্থাটির মাধ্যমে দরিদ্র, অসহায় রোগীদের সাস্থ্য সেবা প্রদানসহ দারিদ্রসীমার নীচে বসবাসরত মানুষের মানবিক উন্নয়ন করণে পরামর্শ দিয়ে যাবেন এমন প্রত্যাশা ব্যক্ত করেন বক্তাগণ।
অনুষ্ঠানটি সমাপ্ত হয় কুরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে। কুরআন পাঠ করেন, আব্দুল মান্নান ইমাম কেএসবি জামে মসজিদ।
অনুষ্ঠানটি সাফল্য করতে সহযোগিতা করেন মো: জাহাঙ্গীর আলম, মো: ফজলুল হক, মো: শাহিন, আল-আমীন, সোহেল।