রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ২ চৈত্র, ১৪৩১
আজকের সর্বশেষ সবখবর

সরিষাবাড়ীতে স্বাস্থ্য সেবা সহায়তা সংস্থার উদ্বোধন

editor
মার্চ ১, ২০২৫ ১১:৫৫ অপরাহ্ণ
Link Copied!

এস এম খুররম আজাদঃ জামালপুরের সরিষাবাড়ীতে সাস্থ্য সেবা সহায়তা সংস্থার শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (০১/০৩/২০২৫ ইং) দুপুর ২ টায় হাসপাতাল সংলগ্ন খাদ্য গুদামের সম্মুখে এ সংস্থার শুভ উদ্বোধন করা হয়। জানা যায়, পৌর এলাকা সহ এবং প্রত্যেক ইউনিয়নের প্রান্তিক পর্যায়ে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষদের দুর্ভোগবিহীন সাধ্যের মধ্যে সাশ্রয়ে সাস্থ্য সেবা দেবে সংস্থাটি। অনুষ্ঠানটির শুরুতে কুরআন তেলাওয়াত করে শুনান মো: আজগর আলী ইমাম খাদ্য গুদাম জামে মসজিদ।
ওষুধ কম্পানির প্রতিনিধি সংস্থা ফারিয়ার সভাপতি মো: ফরহাদ হোসেন মানিকে সঞ্চালনায়, vঢাকা জাতীয় পঙ্গু হাসপাতালের আবাসিক সার্জন (Rs) ডা: সাইফুর রহমান খান সোহানের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহ্বায়ক সরিষাবাড়ী যুবদল ও সাবেক মেয়র এ কে এম ফয়জুল কবীর তালুকদার শাহীন। অনুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন ঘোষণা করেন তিনি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সরিষাবাড়ী হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: রবিউল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন ডা: জাকির হোসেন, ডা: আরিফুল ইসলাম সরিষাবাড়ি প্রেসক্লাবের সভাপতি এস এম ইব্রাহীম হোসাইন, সিনিয়র সহ-সভাপতি এম এ রউফ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম রিপোর্টার্স ক্লাবের সভাপতি গুলজার হোসেন, সংস্থাটির পরিচালক জাহাঙ্গীর আলম খোকন প্রমুখ।
স্বাস্থ্য সেবা সহায়তা সংস্থাটির মাধ্যমে দরিদ্র, অসহায় রোগীদের সাস্থ্য সেবা প্রদানসহ দারিদ্রসীমার নীচে বসবাসরত মানুষের মানবিক উন্নয়ন করণে পরামর্শ দিয়ে যাবেন এমন প্রত্যাশা ব্যক্ত করেন বক্তাগণ।
অনুষ্ঠানটি সমাপ্ত হয় কুরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে। কুরআন পাঠ করেন, আব্দুল মান্নান ইমাম কেএসবি জামে মসজিদ।
অনুষ্ঠানটি সাফল্য করতে সহযোগিতা করেন মো: জাহাঙ্গীর আলম, মো: ফজলুল হক, মো: শাহিন, আল-আমীন, সোহেল।

দৈনিক আজকের প্রভাত

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।