রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ২ চৈত্র, ১৪৩১
আজকের সর্বশেষ সবখবর

সরিষাবাড়ী উপজেলা শিল্পকলা একাডেমির কমিটি গঠন

editor
মার্চ ১২, ২০২৫ ৮:৩৩ অপরাহ্ণ
Link Copied!

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ী উপজেলা শিল্পকলা একাডেমির নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।
বুধবার (১২ মার্চ) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে জেলা কালচারাল কর্মকর্তার কাছে এ সংক্রান্ত পত্র প্রেরণ করা হয়।
পদাধিকার বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুন কৃষ্ণ পাল কমিটির সভাপতি মনোনিত হয়েছেন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাম্প্রতিক দেশকালের সাংবাদিক, কবি ও প্রাবন্ধিক জাকারিয়া জাহাঙ্গীর। একইসাথে সরিষাবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং জামালপুর অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক। দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন পত্রিকার বার্তা সম্পাদক তিনি।
পদাধিকার বলে একাডেমিক সুপারভাইজার এটিএম রুহুল আমিন বেগ শিল্পকলা একাডেমির কোষাধ্যক্ষ মনোনিত হয়েছেন।
এছাড়া সহ-সভাপতি হয়েছেন সংগীত শিক্ষক বিশ্বনাথ পাল, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক ও সঙ্গীত শিল্পী এস এম খুররম আজাদ।
সদস্যরা হলেন—মো. আকুল মিয়া, শফিকুল ইসলাম, ডা. শামীমা আক্তার মনি, জিয়া ইব্রাহিম, সুলতানা ইয়াসমিন সেতু ও রোকনুজ্জামান লিটন।
শিল্প-সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডের গতিশীলতার জন্য উপজেলা শিল্পকলা একাডেমির গঠনতন্ত্র অনুযায়ী আগামী তিন বছরের জন্য এ কমিটি গঠিত হয়।
এদিকে শিল্পকলা একাডেমি প্রশিক্ষক হিসেবে নির্বাচিত করা হয়েছে সংগীতে রুমা চক্রবর্তী ও নাসিমা খানম, নৃত্য মো. বাবু মিয়া, নাটক তৌকির আহমেদ হাসু, আবৃত্তি শহিদুল ইসলাম, চারুকলা রাশেদুর রহমান ও রাকিব হাসান, তালবাদ্যযন্ত্র দেলোয়ার হোসেন বেলু ও মো. জাহাঙ্গীর আলম এবং আলোকচিত্রে মো. লিমন মিয়া।

দৈনিক আজকের প্রভাত

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।