বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ২৯ মাঘ, ১৪৩১

সরিষাবাড়ী কাঠমিস্ত্রী শ্রমিক ইউনিয়নের শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ

editor
জানুয়ারি ৬, ২০২৫ ৮:৩০ অপরাহ্ণ
Link Copied!

এস এম খুররম আজাদঃ জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় কাঠমিস্ত্রী শ্রমিক ইউনিয়নের শ্রমিকদের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ৫০ জনের মধ্যে শীত বস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
রবিবার (৫ জানুয়ারি ) সন্ধ্যায় সরিষাবাড়ী গণ ময়দান রোডে বাংলাদেশ কাঠমিস্ত্রী শ্রমিক ইউনিয়ন রেজিঃ- ঢাকা- ৩৮৪৮ সরিষাবাড়ী শাখা অফিস কক্ষে শ্রমিকদের মাঝে এই কম্বল বিতরণ করেন সরিষাবাড়ী উপজেলা প্রশাসন।
কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন, সরিষাবাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল (শুভ), সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো: গুলজার হোসেন, সাধারণ সম্পাদক এস এম খুররম আজাদ, সাংগঠনি সম্পাদক সিফাত, সদস্য বুলবুল আহম্মেদ, মুখলেসুর রহমান অফিস সহকারী সরিষাবাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়, সরিষাবাড়ী কাঠমিস্ত্রী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো: লিটন মিয়াসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শ্রমিক ইউনিয়নের শ্রমিকরা উপস্থিত ছিলেন।
কম্বল বিতরণকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল শুভ বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত শীতবস্ত্র শ্রমিকদের মাঝে বিতরণ করা হচ্ছে। সুবিধাবঞ্চিত শ্রমিকদের মাঝে কম্বল এবং অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন তিনি।

দৈনিক আজকের প্রভাত

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।