বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ, ১৪৩১

সরিষাবাড়ী পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মেয়র

editor
আগস্ট ২, ২০২৪ ৫:০৭ অপরাহ্ণ
Link Copied!

এস এম খুররম আজাদ: জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার শিমলা বাজার ইস্পাহানী হতে রেলি পর্যন্ত এডিপির (বিশেষ) ২৭ লাখ ৮৪০ টাকা ব্যয়ে ৩০৫ মিটার রাস্তার আরসিসি ঢালাই নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকালে পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. মনির উদ্দিন এ প্রকল্পের উদ্বোধন করেন।
এসময় অন্যদের উপস্থিত ছিলেন কাউন্সিলর আব্দুল হক তরফদার, মেসার্স শওকত ট্রেডার্সের সত্ত্বাধিকারী শওকত পাঠান, পৌরসভার কার্যসহকারী শাহজাহান আলী প্রমুখ।
মেয়র মনির উদ্দিন বলেন, তার আমলে পৌরসভাটি ভগ্নদশা থেকে ফিরিয়ে ১ম শ্রেণিতে উন্নীত করা হয়েছে। ইতোমধ্যেই প্রায় ৫০ কোটি টাকার উন্নয়ন কাজ সমাপ্ত হয়েছে। অসমাপ্ত কাজগুলো শীঘ্রই বাস্তবায়ন শেষ হবে।
আগামীদিনে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় তিনি পৌরবাসীর দোয়া ও সমর্থন কামনা করেন।

দৈনিক আজকের প্রভাত

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।