নিজস্ব সংবাদদাতা: আলু, পেয়াজ ও ধানসহ কৃষি পণ্যোর দাম বাড়লেই সাংবাদিকরা দেশ অস্থির করে ফেলে বলে অভিযোগ করেছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান।
মঙ্গলবার জামালপুরের ইসলামপুরে যমুনার তীরবর্তী গুঠাইল উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।
গণশিক্ষামন্ত্রী বলেন, চাকরিজীবীদের বেতন বেড়েছে ১০০ ভাগ। দেশ আজ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। কৃষকের আলু, পেয়াজ ও ধানসহ কৃষি পণ্যোর দাম বাড়লেই সাংবাদিক বেটারা দেশ অস্থির করে ফেলে। তোমরা সাংবাদিক বেটারা কি করো সেটাও আমরা জানি।
তিনি বলেন, আমরা পত্রিকা পড়ি কিন্তু শেখ হাসিনা পত্রিকা পড়ে দেশ চালায় না। তিনি প্রশ্ন রাখেন, খালেদা জিয়া গভীর রাতে গাড়িতে আগুন দিলে সেখানে কি করে সাংবাদিক বেটারা হাজির হয়।
Please follow and like us:
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।