বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৮ মাঘ, ১৪৩১

সাধারণ মানুষের সার্বিক কল্যাণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আত্মনিবেদিত হতে হবে-ভূমি উপদেষ্টা

Omar Faruk
নভেম্বর ২৬, ২০২৪ ৫:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা, ২৬ নভেম্বর ২০২৪:

ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শুধু নিজেদের অধিকার আদায় বা সুযোগ-সুবিধা বৃদ্ধির কথা ভাবলে চলবে না। সাধারণ মানুষের সার্বিক কল্যাণে আত্মনিবেদিত হতে হবে।তিনি জুলাই-আগষ্ট বিপ্লবের শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশকে এগিয়ে নেয়ার অংশ হিসেবে সকলের জন্য নাগরিক বান্ধব ভূমি সেবা নিশ্চিত করতে হবে। তিনি আজ ভূমি ভবন মিলনায়তনে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের কর্মচারী পরিষদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির (২০২৪-২৭) অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তেব্যে এসব কথা বলেন।

পরিষদের সভাপতি মো: মিজানুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ, অধিদপ্তরের মহাপরিচালক মহ. মনিরুজ্জামান, সংগঠনের সাবেক সভাপতি সুরতুজ্জামান ও নির্বাচিত সাধারণ সম্পাদক মো: সাখাওয়াৎ হোসেন।

ভূমি উপদেষ্টা বলেন, ভূমির মালিকানা ও মালিকানার ওপর ভিত্তি করে ম্যাপ তৈরিতে নির্দিষ্ট সময় পরপর জরিপ কাজ পরিচালিত হয়। এসব জরিপের কারণে দেশের আইনাংগনে অধিকাংশ মামলা-মোকদ্দমা চলছে। কারণ এ জরিপে মালিকানার স্বত্বলিপি হাতে লেখা হত। ভূমি মন্ত্রণালয় কর্তৃক আধুনিক তথ্য প্রযুক্তি পদ্ধতিতে ভূমি জরিপ কাজ পরিচালনার উদ্যোগ নেয়া হয়েছে।

ভূমি সচিব বলেন, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালকসহ কর্মকর্তা-কর্মচারীগণ দেশের ভূমি খাতে জনবান্ধব কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছেন। বিগত ১৭ বছর ফ্যাসিবাদ সরকার অধিদপ্তরের জনবল বৃদ্ধি, স্বাভাবিক পদোন্নতি ও জরিপ কাজে ব্যবহৃত যন্ত্রপাতি সংস্থানসহ কোন সমস্যাই সমাধান করেনি।তিনি অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের অবিলম্বে শূন্যপদ পূরণ, নিয়মিত পদোন্নতি, আবাসন সুবিধাদান ও আধুনিক জরিপ কাজের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতির ব্যবস্থা গ্রহণসহ সার্বিক সাহায্য-সহযোগিতার আশ্বাস দেন।

দৈনিক আজকের প্রভাত

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।