রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫, ৫ মাঘ, ১৪৩১

সাবেক ইসি সচিব হেলাল উদ্দিন গ্রেপ্তার

admin
অক্টোবর ২৩, ২০২৪ ১১:৫৮ অপরাহ্ণ
Link Copied!

আজকের প্রভাত ডেস্ক:

নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলাল উদ্দিনকে চট্টগ্রামে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে নগরীর খুলশি থেকে কোতোয়ালী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ওসি ফজলুল কাদের।
নাম প্রকাশে অনিচ্ছুক চট্টগ্রাম নগর পুলিশের এক কর্মকর্তা বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর খুলশী এলাকা থেকে নির্বাচন কমিশন সচিবালয়ের সাবেক সচিব হেলাল উদ্দিনকে সিএসপির কোতোয়ালী থানা পুলিশ গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন থানায় মামলা রয়েছে। ডিএমপি পুলিশ তাকে নিয়ে যেতে ইতিমধ্যে চট্টগ্রামের পথে রয়েছেন। এ বিষয়ে ডিএমপি থেকে বিস্তারিত ব্রিফ করে জানানো হবে।
প্রসঙ্গত, হেলালুদ্দিন অবসরে যাওয়ার আগে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি নির্বাচন কমিশন সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। অবসরে যাওয়ার পর আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) সদস্য হিসেবে তাকে নিয়োগ দেয়া হয়।

দৈনিক আজকের প্রভাত

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।