ক্রীড়া প্রতিবেদক : প্রতিবারের মতো মহান বিজয় দিবসের প্রদর্শনী ক্রিকেট ম্যাচ খেলতে নামছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড়রা। বুলবুল-আতহার আলী খানরা খেলবেন শহীদ জুয়েল একাদশ টিমে। শহীদ মুস্তাক একাদশে আছেন বাশার-আকরাম-সুজন-নান্নুরা।
(১৬ ডিসেম্বর) শনিবার সাবেক ক্রিকেটারদের মিলনমেলায় পরিণত হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। সকাল সাড়ে ১০টায় টি-টোয়েন্টি ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে।
গতবার ৬ উইকেটে হার মানে সবুজ জার্সিধারী শহীদ জুয়েল একাদশ। বুলবুল-পাইলটদের দেওয়া ১৪৬ রানের জয়ের লক্ষ্যটা ৪ বল ও ৬ উইকেট হাতে রেখে টপকে যায় লাল জার্সির মুস্তাক একাদশ। ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে পাকিস্তানি হানাদারদের হাতে নিহত হয়েছিলেন ক্রীড়া সংগঠক মুস্তাক আহমেদ। মুক্তিযুদ্ধ-পূর্ব বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান ও গেরিলা মুক্তিযোদ্ধা আবদুল হালিম চৌধুরী (জুয়েল) শহীদ হয়েছিলেন পাকিস্তানি বাহিনীর হাতে বন্দি থাকা অবস্থায়। তাদের শ্রদ্ধা জানাতে ১৯৭২ সাল থেকে বিজয় দিবসে আয়োজিত হয়ে আসছে প্রদর্শনী ক্রিকেট ম্যাচ।
শহীদ জুয়েল একাদশ: শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, জাভেদ ওমর বেলিম, আমিনুল ইসলাম বুলবুল, ইহসানুল হক সেজান, আব্দুল হান্নান সরকার, হাসানুজ্জামান, জাহাঙ্গীর আলম, নিয়ামুর রশিদ রাহুল, আতহার আলী খান, তালহা জুবায়ের, মোর্শেদ আলী খান, শফিউদ্দিন আহমেদ বাবু, আনোয়ার হোসেন (উইকেটরক্ষক), মেহরাব হোসেন অপি।
শহীদ মুস্তাক একাদশ: হারুনুর রশিদ লিটন, হাবিবুল বাশার সুমন, মিনহাজুল আবেদীন নান্নু, আকরাম খান, মুশফিকুর রহমান বাবু, খালেদ মাহমুদ সুজন, জামাল উদ্দিন বাবু, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ রফিক, হাসিবুল হোসেন শান্ত, সাইফুল ইসলাম, তারেক আজিজ খান, মিজানুর রহমান বাবুল, ফারুক আহমেদ।