বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ, ১৪৩১

সাভারে তিতাসের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অর্থদণ্ড প্রদান

Omar Faruk
ডিসেম্বর ২৩, ২০২৪ ৫:১২ অপরাহ্ণ
Link Copied!

২৩ ডিসেম্বর ২০২৪

আজ ঢাকা জেলার সাভারের হেমায়েতপুর এলাকায় তিতাস গ্যাসের অবৈধ সংযোগের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে।

তিনটি স্পটে অভিযান পরিচালনা করে প্রায় ১.৫ কি.মি. লাইন অপসারণ করা হয়েছে এবং ০১টি শিল্প ও ৪০০টি আবাসিক বার্নারের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এতে অবৈধ গ্যাস সংযোগের বিপরীতে দৈনিক ৬৭,২০০ ঘনফুট গ্যাস সাশ্রয় হবে, দৈনিক ভিত্তিতে যার আর্থিক মূল্য ৪৪,৬৭০/- টাকা।

অভিযানকালে প্রায় ১৫০০ মিটার জিআই পাইপ, ১৫টি রেগুলেটর জব্দ করা হয়েছে। এসময় মোবাইল কোর্ট পরিচালনা করে ‘কে এস ফ্যাশন এন্ড ওয়াশিং কারখানা’ কে ১,০০,০০০/- (এক লক্ষ টাকা) অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিক তা আদায় করা হয়।

দৈনিক আজকের প্রভাত

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।