শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ, ১৪৩১
আজকের সর্বশেষ সবখবর

সার্বিয়ার স্টেশনে ছাদ ধসে নিহত ১৪

admin
নভেম্বর ২, ২০২৪ ৩:৩৩ অপরাহ্ণ
Link Copied!

আজকের প্রভাত ডেস্ক:
শুক্রবার সার্বিয়ার উত্তরাঞ্চলীয় শহর নোভি সাদের একটি রেলওয়ে স্টেশনে ছাদ ধসে ১৪ জন নিহত হয়েছে। সার্বিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আইভিকা ডেসিক জানিয়েছেন, গুরুতর আহত অন্তত আরও তিনজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গভীর রাতে এক টেলিভিশন ভাষণে প্রেসিডেন্ট আলেকসান্ডার ভুসিক নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতদের মধ্যে একজন ৬ বছর বয়সি মেয়ে এবং উত্তর মেসিডোনিয়ার একজন নাগরিক রয়েছেন এবং নিহতদের মধ্যে পাঁচজনের পরিচয় এখনও পাওয়া যায়নি।
ভুসিক তার ভাষণে বলেছেন, ‘সার্বিয়ার প্রেসিডেন্ট হিসাবে, আমি দাবি করছি যারা এর জন্য দায়ী তাদের সবাইকে শাস্তি দেওয়া হোক’।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ক্যামেরার ফুটেজে দেখা গেছে বেলগ্রেডের উত্তর-পশ্চিমে প্রায় ৭০ কিলোমিটার (৪০ মাইল) দূরে একটি রৌদ্রজ্জ্বল দিনে দুপুরে ছাদ ধসে পড়ে। বিকাল গড়িয়ে সন্ধ্যা পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে মৃতদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় প্রধানমন্ত্রী মিলোস ভুসেভিচ মন্তব্য করেছেন, ‘এটি সার্বিয়ার জন্য একটি কালো শুক্রবার’ এবং তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
দুর্ঘটনার পরপরই অ্যাম্বুলেন্স এবং জরুরি সেবা দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। উদ্ধারকর্মীরা জীবিতদের সন্ধানে কাজ শুরু করেছেন, এবং এ কাজে বুলডোজার ব্যবহার করা হচ্ছে। প্রায় ৮০ জন উদ্ধারকর্মে কর্মরত আছেন, যারা ধ্বংসস্তূপ অপসারণ করছেন।

Please follow and like us:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
Social media & sharing icons powered by UltimatelySocial