বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪, ১৯ অগ্রহায়ণ, ১৪৩১
আজকের সর্বশেষ সবখবর

সিংড়ায় দুস্থদের মাঝে হুয়াওয়ে ও সিআরআইজি’র ত্রাণ বিতরণ

Sumon Chowdhury
জুন ৩, ২০১৮ ৪:০০ অপরাহ্ণ
Link Copied!

আজকের প্রভাত প্রতিবেদক : নাটোরের সিংড়ায় দুস্থদের মাঝে যৌথভাবে ত্রাণ বিতরণ করেছে হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেড ও চায়না রেইলওয়ে ইন্টারন্যাশনাল গ্রুপ (সিআরআইজি)। রবিবার বিকালে এই ত্রাণ বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। হুয়াওয়ে ও সিআরআইজি অংশীদারিত্বে ভিত্তিতে নাটোরের সিংড়ায় দরিদ্র নারীদেও মাঝে শাড়ী বিতরণ করে।
হুয়াওয়ে বিশ্বের শীর্ষস্থানীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সেবাদানকারী প্রতিষ্ঠান। গ্রাহককেন্দ্রিক সেবা দেওয়ার উদ্দেশ্যে বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে মিলে টেলিকম ও এন্টারপ্রাইজ নেটওয়ার্ক, কনজ্যুমার ও ক্লাউড কম্পিউটিং নিয়ে গঠনমূলক কাজ করছে হুয়াওয়ে। প্রতিষ্ঠানটি এর আইসিটি সেবার পাশাপাশি বিভিন্ন সামাজিক দায়বদ্ধতামূলক (সিএসআর) কর্মকান্ডের সাথেও জড়িত।

Please follow and like us:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
Social media & sharing icons powered by UltimatelySocial