আজকের প্রভাত প্রতিবেদক : জনপ্রিয় মোবাইল ব্র্যান্ড সিম্ফনির রিটেলারদের কমিশনসহ সকল ধরনের পেমেন্ট প্রদানে বিকাশ লিমিটেডের ডিসবার্জমেন্ট সল্যুসন্স ব্যবহৃত হবে। সম্প্রতি এ লক্ষ্যে দেশের শীর্ষস্থানীয় মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ লিমিটেডের সঙ্গে এডিসন গ্রুপের চুক্তি সই হয়েছে।
এডিসন গ্রুপের প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার মিজানুর রশীদ এবং এডিসন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জাকারিয়া শহীদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন এবং চুক্তি হস্তান্তর করেন।
অনুষ্ঠানে এডিসন গ্রুপের চেয়ারম্যান আমিনুর রশিদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।