বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ২৯ মাঘ, ১৪৩১

সিরাজগঞ্জে নদী থেকে ২ লাশ উদ্ধার

admin
ফেব্রুয়ারি ২, ২০২৫ ৪:১১ অপরাহ্ণ
Link Copied!

আজকের প্রভাত ডেস্ক
সিরাজগঞ্জের কামারখন্দের ফুলজোড় নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়া আরও দুই বন্ধুর মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। এতে নদীতে নিখোঁজ হওয়া তিন বন্ধুর মরদেহ উদ্ধার করল তারা। রোববার দুপুর ১২ টার দিকে উপজেলার ঝাঁটিবেলাই গ্রামের ফুলজোড় নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
এর আগে শনিবার বিকেল ৪টার দিকে ফুলজোড় নদীতে গোসলে নেমে ঝাঁটিবেলাই গ্রামের আব্দুর রহিমের ছেলে রাফি (১৫), সিরাজগঞ্জ শহরের বিশ্বনাথ নিয়োগীর ছেলে কৃষ্ণ নিয়োগী (১৫) ও ইমরুল হাসানের ছেলে সারজিল ইসলাম (১৬) নিখোঁজ হয়। এরা সবাই সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল এ্যান্ড কলেজে ৯ম শ্রেণীর শিক্ষার্থী।
কামারখন্দ ফায়ার সার্ভিসের ওয়ারহাউস ইন্সপেক্টর অপু কুমার মণ্ডল এ তথ্য নিশ্চিত করে জানান, শনিবার আমরা উদ্ধার অভিযান চালিয়ে রাফি নামের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছিলাম। তবে, নদীর গভীরতা বেশি হওয়ায় বাকি দুজনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে রাজশাহীর ডুবুরি দলকে বিষয়টি জানানো হলে রবিবার সকালে ঘটনাস্থলে এসে অভিযান চালিয়ে দুজনের লাশ উদ্ধার করে তারা।
রাজশাহী ডুবুরি দলের টিম লিডার আব্দুর রাজ্জাক জানান, ফুলজোড় নদীতে টানা দুই ঘণ্টা কাজ করার পর ২০ মিনিটের ব্যবধানে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে।

দৈনিক আজকের প্রভাত

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।