রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ২ চৈত্র, ১৪৩১
আজকের সর্বশেষ সবখবর

সুইজারল্যান্ডে জেনেভা আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ৩৫৩তম অধিবেশন উদ্বোধনী অনুষ্ঠানে- শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয় উপদেষ্টা

Omar Faruk
মার্চ ১০, ২০২৫ ৯:২১ অপরাহ্ণ
Link Copied!

১০ মার্চ ২০২৫  খ্রিষ্টাব্দ

সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিতব্য আইএলও এর ৩৫৩ তম গভর্নিং বডির সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল যোগদান করেছে। অদ্য ১০ মার্চ ২০২৫ তারিখ সোমবার উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান এবং জেনেভায় বাংলাদেশ

মিশনের স্থায়ী প্রতিনিধি তারেক মো: আরিফুল ইসলাম যোগদান করেন।

উদ্বোধনী অনুষ্ঠান চলাকালে মাননীয় উপদেষ্টা আইএলও এর মহাপরিচালক  Gilbert F. Houngbo সহ আইএলও এর অন্যান্য উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে অনানুষ্ঠানিক সাক্ষাৎ করেন এবং বাংলাদেশের শ্রম পরিস্থিতির সার্বিক উন্নতির বিষয়ে বর্ণনা করেন। এছাড়া তিনি বর্তমান সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপসমূহ বিস্তারিতভাবে আলোকপাত করেন। মাননীয় উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দল আগামী আয়োজনসহ গুরুত্বপূর্ণ সেশনসমূহে সক্রিয় অংশগ্রহণ করতে যাচ্ছে।

দৈনিক আজকের প্রভাত

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।