শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ, ১৪৩১

সুরের ধারা ২৫ বছরে শ্রুতি গীতবিতানের মোড়ক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী

Sumon Chowdhury
এপ্রিল ৯, ২০১৮ ৫:৩৫ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন প্রতিবেদক : সুরের ধারার ২৫ বছর পূর্তি এবং শ্রুতি গীতবিতানের মোড়ক উন্মোচন এবং বাংলা নববর্ষকে কেন্দ্র করে চার দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে চ্যানেল আই ও সুরের ধারা। ১১ এপ্রিল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরপর ১১ থেকে ১৩ এপ্রিল পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে সম্মেলক সঙ্গীত, একক সঙ্গীত, আবৃত্তি, শুভেচ্ছা বক্তব্য, নৃত্য, নৃত্যনাট্য, সেমিনার, প্রবন্ধ, আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী। ১৩ এপ্রিল সন্ধ্যায় পালিত হবে চৈত্র সংক্রান্তি উৎসব বা বর্ষবিদায়।
১৪ এপ্রিল প্রভাতের প্রথম প্রহরে রেজওয়ানা চৌধুরী বন্যার নেতৃত্বে সারাদেশ থেকে নির্বাচিত হাজারও শিল্পীর কণ্ঠে পরিবেশিত হবে নতুন বছরকে গ্রহণ করে নিতে বর্ষ বরণের গান। অনুষ্ঠানে সঙ্গীত, নাটক ও আলোচনায় অংশ নিবেন বাংলাদেশ ও কলকাতা থেকে আগত বিশিষ্টজনরা।
অনুষ্ঠানের বিস্তারিত জানাতে চ্যানেল আই ও সুরের ধারা আজ সোমবার দুপুরে চ্যানেল আই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে অনুষ্ঠানের বিস্তারিত জানান চ্যানেল আই-এর পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ ও সুরের ধারার চেয়ারম্যান রেজওয়ানা চৌধুরী বন্যা।
এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপক শফি আহমেদ। আরো উপস্থিত ছিলেন আনন্দ আলো সম্পাদক রেজানুর রহমান, শিল্পী মো. খুরশীদ আলমসহ অনেকে।
অনুষ্ঠানস্থলে থাকবে বাঙালির হাজার বছরের বিভিন্ন ঐতিহ্যের উপাদান দিয়ে সাজানো বৈশাখী মেলার হরেক রকম স্টল। স্টলগুলোতে শোভা পাবে পিঠা-পুলি, মাটির তৈরি তৈজস, বেত, কাঁথা, পিতল, পাট-পাটজাত দ্রব্যের জিনিসপত্রসহ রকমারি ও ঐতিহ্যসমৃদ্ধ নানান পণ্য সামগ্রী। পহেলা বৈশাখ বর্ষবরণ উৎসব চলবে বেলা ২টা পর্যন্ত। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।

Please follow and like us:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
Social media & sharing icons powered by UltimatelySocial