কুড়িগ্রাম প্রতিনিধিঃ সড়ক দূর্ঘটনায় কুড়িগ্রাম জেলা পরিষদের সদস্য নিহত। মঙ্গলবার (৮ মে) দুপুর ১২টার দিকে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের কাউনিয়া উপজেলার বেইলী ব্রিজ এলাকায় পণ্যবাহী একটি ট্রাকের চাপায় কুড়িগ্রামের এক জেলা পরিষদ সদস্য ও উলিপুর উপজেলার বুড়াবুড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সোহরাব হোসেন চাঁদ (৫৪) নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়- কুড়িগ্রাম থেকে মোটরসাইকেলযোগে রংপুরের দিকে যাচ্ছিলেন সোহরাব হোসেন চাঁদ। এসময় মীরবাগ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ব্যাপারে কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Please follow and like us:
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।