আজকের প্রভাত ডেস্ক
কনের সঙ্গে ফেসবূকে প্রথম ছবি পোস্ট করলেন গায়ক এবং অভিনেতা তাহসান খান। শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ১৪ মিনিটের পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
প্রতিবেদন লেখার সময় মাত্র ১২ মিনিটে ১৩ হাজারেরও বেশি শেয়ার হয়েছে ওই পোস্ট। আর প্রায় ১ লাখ ৬০ হাজার রিয়্যাকশান পড়েছে। এই অল্প সময়ের মধ্যে মন্তব্যের ঘরে মতামত জানিয়েছেন প্রায় ২১ হাজার ভক্ত অনুরাগী।
ছবিতে হালকা গহনার সঙ্গে শাড়ি পরেছেন কনে রোজা আহমেদ। ম্যাচিং করা পাঞ্জাবি পরেছে তাহসান। দুজনের মুখের হাসি বলে দিচ্ছে, সময়টা দারুণ কাটছে তাদের।
ছবির ক্যাপশনে তাহসান গানের চারটি লাইন যুক্ত করে দিয়েছেন-
“কোনো এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে
আমার সুরে নাচের মুদ্রায়, সেই তুমি কে?
যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন
ধোঁয়া ওঠা চায়ের কাপে, সেই তুমি কে?”
পোস্টে ভালোবাসার ইমোজির সঙ্গে হ্যাশট্যাগ দিয়েছেন #homeforlife.