বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪, ২৫ আশ্বিন, ১৪৩১
আজকের সর্বশেষ সবখবর

হাটে হাঁড়ি ভেঙেছে আ.লীগ : রিজভী

editor
নভেম্বর ২২, ২০১৭ ১১:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার সম্পর্কে ফেনী আওয়ামী লীগের দেওয়া বক্তব্যকে ‘হাটে হাঁড়ি ভেঙা দেওয়া’র মতো ঘটনা বলে অভিহিত করেছেন দলটির নেতা রুহুল কবির রিজভী।
বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন এ কথা বলেন দলের জ্যেষ্ঠ এই যুগ্ম মহাসচিব।
তিনি বলেন, ‘ফেনী জেলার আওয়ামী লীগ নেতারা সংবাদ সম্মেলন করে গতকাল (মঙ্গলবার) হাটে হাঁড়ি ভেঙে দিয়েছেন। পুরো ঘটনার নেপথ্য নায়ক আওয়ামী লীগের সংসদ সদস্য নিজাম হাজারী এ ব্যাপারে আর কোনো সংশয় থাকার কথা নয়। জনগণ এটা আগেই বুঝেছে, সবাই বুঝেছে। এখন তারা নিজেরাই বলছে।’
‘নিজাম হাজারী বিএনপি চেয়ারপারসনের গাড়িবহরে যে হামলা চালিয়েছে সেটি আরো ওপর থেকে অর্থাৎ সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে পরিকল্পনা করা হয়েছিল, সেটা এখন একেবারেই প্রমাণিত। থলের বিড়ালকে বেশিক্ষণ আটকিয়ে রাখা যায় না, এটা বেরিয়ে পড়বে।’
গাড়িবহরে হামলার ঘটনার পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দেওয়া বক্তব্যের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, ‘ফেনী আওয়ামী লীগের নেতাদের বক্তব্যের পর কী লজ্জ্বা পাবেন না আওয়ামী লীগের সাধারণ সম্পাদক? আওয়ামী লীগের অন্যান্য নেতা যারা ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই এটাকে চাপানোর চেষ্টা করেছেন, এখন কী উত্তর দেবেন, নিজের মুখ কী লুকিয়ে রাখতে পারবেন?’
আওয়ামী লীগের সংসদ সদস্য নিজাম হাজারী ফেনীকে ‘সন্ত্রাসের অভ্যয়ারণ্যে’ পরিণত করেছে বলে অভিযোগও করেন তিনি।
ফেনী জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য এম আজহারুল হক আরজু মঙ্গলবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে দলীয় নেতা-কর্মীকে হত্যা, নির্যাতনসহ নানা অভিযোগ তুলে ধরেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম হাজারীর বিরুদ্ধে।
লিখিত বক্তব্যে আরজু বলেন, ‘সম্প্রতি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে যে হামলার ঘটনা ঘটে, সেটিও ছিল পূর্বপরিকল্পিত। কারণ সেদিন বেছে বেছে ডিবিসি, চ্যানেল আই, একাত্তর, বৈশাখী টিভি ছাড়াও প্রথম আলো ও ডেইলি স্টারের গাড়ি ভাঙচুর করা হয়। এ পুরো ঘটনার নেপথ্য নায়ক নিজাম হাজারী। বিভিন্ন গণমাধ্যমেও এ সংক্রান্ত সংবাদ এসেছে।’
সংবাদ সম্মেলনে রিজভী অভিযোগ করেন, আওয়ামী লীগের প্রভাবশালী কয়েক ব্যবসায়ীকে সুযোগ করে দিতেই ব্যাংক কোম্পানি আইন সংশোধন করা হচ্ছে।
তিনি বলেন, ‘একই পরিবারের চার সদস্য থাকার সুযোগ তৈরি করে দিতে ব্যাংক কোম্পানি আইনের সংশোধন প্রস্তাব পাসের সুপারিশ করেছে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। পরিচালক পদে থাকবেন ছয় বছরের পরিবর্তে নয় বছর। অর্থাৎ পারিবারিক লুটপাটের সুযোগ নিশ্চিত করা হচ্ছে এই আইন পাস করে যাওয়ার মধ্য দিয়ে। এই নতুন সিদ্ধান্তে বেসরকারি ব্যাংকে পরিবারতন্ত্র কায়েমের সুযোগ তৈরি হবে।’
‘যতই এটা হবে ততই জনগণের টাকার বেশি লুটপাটের সুযোগ সৃষ্টি হবে। জাতীয় অর্থনীতিকে ধ্বংস করতে মূলত আওয়ামী লীগের প্রভাবশালী কয়েক ব্যবসায়ীকে সুযোগ করে দিতেই ব্যাংক কোম্পানি আইন সংশোধন করা হচ্ছে।’
গণমাধ্যম নিয়ন্ত্রণে সরকারের প্রস্তাবিত ‘সম্প্রচার আইন, ২০১৭’ প্রণয়নকে একটি ‘কালো আইন’ হিসেবে অভিহিত করে এর নিন্দা জানান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব।
দলের জ্যেষ্ঠ সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩তম জন্মদিন পালনকালে বরিশালে গৌরনদীসহ বিভিন্ন স্থানে দলের নেতা-কর্মীদের ওপর আওয়ামী লীগ সন্ত্রাসীরা হামলা করেছে অভিযোগ করে এ ঘটনার নিন্দা জানান রিজভী।
সংবাদ সম্মেলনে দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় শামা ওবায়েদ, হাবিবুল ইসলাম হাবিব, এম এ মালেক, আজিজুল বারী হেলাল, হাফেজ আবদুল মালেক, কাজী আবুল বাশার প্রমুখ উপস্থিত ছিলেন।

Please follow and like us:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
Social media & sharing icons powered by UltimatelySocial