আজকের প্রভাত ডেস্ক
কুয়ালালামপুরে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে ১০ উইকেটে জিতলো বাংলাদেশ। সেন্ট কিটসে মঙ্গলবার সকালে ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রথম টি-টোয়েন্টিতে ৮ উইকেটে হারে বাংলাদেশ নারী জাতীয় দল। বিশ্বকাপ থেকে আগেই ছিটকে গেলেও যুবা টাইগ্রেসরা ক্যারিবিয়ান মেয়েদের বিপক্ষে যেন সেই প্রতিশোধটাই নিলো।
বুয়েমাস ওভালে বৃষ্টির কারণে ম্যাচ নেমে আসে ১৩ ওভারে।
টসে জিতে সুপার সিক্সে নিজেদের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে আগে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ৫৪ রান তুলতে পারে ক্যারিবিয়ান যুবারা। জবাবে ৮.৫ ওভারেই কোনো উইকেট না হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় লাল-সবুজের প্রতিনিধিরা। সুপার সিক্সের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হেরে আগেই বিশ্বকাপ মিশন শেষ হয় বাংলাদেশের। সব মিলিয়ে টুর্নামেন্টে ৫ ম্যাচে ৩টিতে জয় পায় সুমাইয়ারা। এর আগে গ্রুপ পর্বে জেতে নেপাল এবং স্কটল্যান্ডের বিরুদ্ধে। আগে ব্যাট করতে নেমে দলীয় ৭ রানে উদ্বোধনী জুটি ভাঙেন নিশিতা আক্তার নিশি। ৭ বল খেলে কোনো রান না করে হাবিবা পিংকির হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন অধিনায়ক সামারা রামনাথ। নিজের পরের ওভারে আরেক ওপেনার আসাবি ক্যালেন্ডারকে ব্যক্তিগত ১১ রানে ফেরান নিশি। পরের বলে চারে নামা জাযারা ক্ল্যাক্সটনকে রানের খাতা না খুলতে দিয়েই আউট করেন এই টাইগ্রেস স্পিনার। দলীয় ১৬ রানেই ৩ উইকেট হারায় ক্যারিবিয়ানরা। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২৩ বলে সর্বোচ্চ ১৬ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন আমৃতা রামতাহাল। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন নিশি। দু’টি উইকেট নেন আনিসা আক্তার সোবা। রান তাড়ায় ফাহমিদা ছোঁয়া ও জুরাইরা ফেরদৌসের উদ্বোধনী জুটিতে হেসেখেলেই জয়ের বন্দরে পৌঁছে যায় যুবা টাইগ্রেসরা। ২৫ বলে ব্যাক্তিগত ১৪ রান করেন ছোঁয়া। জুরাইয়া অপরাজিত থাকেন ২৮ বলে ২৫ রানের ইনিংস খেলে। ৩ ওভারে ১১ রান খরচে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা নিশি।