বিনোদন প্রতিবেদক : প্রথমবারের মতো ২১ জন বীর মুক্তিযোদ্ধা চলচ্চিত্র পরিচালককে সম্মাননা দিল এই সংগঠনটি । রোববার বিকাল ৫টায় বিএফডিসির জহির রায়হার কালার ল্যাবে এই সম্মাননা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। অনুষ্ঠানে সম্মাননা নিতে উপস্থিত হয়েছিলেন-সৈয়দ হাসান ইমাম, মাসুদ পারভেজ, আহসান উল্লাহ মনি, দেলোয়ার জাহান ঝন্টু, মনতাজুর রহমান আকবর,সাদেক সিদ্দিকীসহ অনেকে। এছাড়া সম্মাননাপ্রাপ্তদের তালিকায় রয়েছেন-মতিন রহমান, আবু মুসা দেবু, আওলাদ হোসেন চাকলাদার, এমএ খালেক, অরূপ রতন চৌধুরী, সাহিদুর রহমান মুকুল, নূর মোহাম্মদ মনি, এসআর রেজা, মীর হুমায়ুন কবির, মো. কিতাব আলী ফিরোজ, দেওয়ান নজরুল, তমিজ উদ্দিন রিজভী, নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, আবুল বাশার চু্ন্নু, খায়রুল বাসার। গত বছর বাংলাদেশের চলচ্চিত্র-সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করে বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেড। চলচ্চিত্রাঙ্গনের প্রযোজক, পরিচালক, প্রদর্শক, সুরকার, শিল্পী-কলাকুশলী এবং চিত্রগ্রাহকদের আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা দেয়া হয়।