ডেস্ক রিপোর্ট: পাঁচ জেলায় বজ্রপাতে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এছাড়া আরো অনেকেই এ ঘটনায় আহত হয়েছে।আজ রোববার সকালে এ বজ্রপাজের ঘটনা ঘটে।
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কাজিপুরের বাদাম ক্ষেতে কাজ করতে গিয়ে বজ্রপাতে পিতা শামছুল হক (৫০) ও পুত্র আরফান হোসেনসহ (১৪) অন্তত পাঁচ জন নিহত হয়েছে। আজ রোববার সকালে উপজেলার তেকানী চরে বজ্রপাতে এঘটনা ঘটে।
নিহত শামছুল হক ও তার পুত্র আরফান হোসেন উপজেলার তেকানী চরের বাসিন্দা। অপর ৩ জনের নাম জানা যায়নি।
স্থানীয়রা জানান, আজ রোববার সকালে উপজেলার তেকানী চরে সকালে সামছুল হক ও তার পুত্র আরফান বাদাম ক্ষেতে কাজ করতে যায়। সকাল ১০টার সময় হঠাৎ প্রচন্ড ঝড়ের সময় বজ্রপাতে পিতা ও পুত্র ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনা পাশের গ্রামের আরো ৩ জনের নিহতের পাওয়া যায়।
ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বজ্রপাতে আবদুর রহিম (৩০) নামে এক ধানকাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুজন।
রোবববার সকালে উপজেলার মোগড়া ইউনিয়নের দরুইন গ্রামের বাগানবাড়ি এলাকায় ধানকাটার সময় এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিক আবদুর রহিম শ্রীমঙ্গল জেলার বাসিন্দা।
এদিকে বজ্রপাতে শ্রমিকের হতাহতের খবর পেয়ে জমির মালিক তাজুল ইসলাম হৃদরোগে আক্রান্ত হয়। তাকেসহ আহত দুই শ্রমিককে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী জানান, সকালে কালবৈশাখী ও বজ্রপাত হয়। এ সময় আবদুর রহিমসহ অন্য শ্রমিকরা আখাউড়া উপজেলার দরুইন গ্রামের বাসিন্দা তাজুল ইসলামের বাগানবাড়ি এলাকায় জমির ধানকাটার কাজ করছিলেন। হঠাৎ বজ্রপাতে শ্রমিক আব্দুর রহিমসহ আরও দুজন আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক আবদুর রহিমকে মৃত বলে ঘোষণা করেন। অপর দুই শ্রমিক ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে স্থানীয় চেয়ারম্যান মো. মনির হোসেন গণমাধ্যমকে নিশ্চিত করেন।
আখাউড়া থানার ওসি মোশারফ হোসেন তরফদার জানান, মৃতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মাগুরা: আজ দুপুরে মাগুরা জেলায় বজ্রপাতে তিনজন নিহত হয়েছে। মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, আজ দুপুর ১২ টার দিকে মাগুরা সদর উপজেলার বুলুগ্রামের আলম(৩৫), আড়াইসাত গ্রামের শিবানন্দ(৪০)বজ্রপাতে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাদেরকে মাগুরা সদর হাসপাতালে আনা হলে কিছু সময় পরে তারা দুজনই মারা যায়। অপর দিকে একই সময় মাগুরা বিদ্যুৎ লাইনে কাজ করার সময় মেহেদী(১৮) নামের এক বিদ্যুৎ শ্রমিক টাওয়ার থেকে পড়ে ঘটনাস্থলে মারা যায়।
মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেন এবং মাগুরা থানায় মামলা রুজু করার কথা স্বীকার করেন।
এ ছাড়া নোয়াখালী ও নওগাঁয় ১জন করে নিহত হয়েছে বলে জানা গেছে।