বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫, ১৮ পৌষ, ১৪৩১

অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

admin
ডিসেম্বর ২৯, ২০২৪ ৩:৫২ অপরাহ্ণ
Link Copied!

আজকের প্রভাত ডেস্ক
শেরপুর সদর উপজেলায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশার চালক ও এর চার যাত্রী নিহত হয়েছেন। রোববার দুপুর ১২টার দিকে ভাতশালা এলাকায় শেরপুর-ময়মনসিংহ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যাত্রীদের মধ্যে দুজন নারী রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
স্থানীয়দের বরাত দিয়ে শেরপুরের এসপি মো. আমিনুল ইসলাম বলেন, ‘শেরপুরগামী অটোরিকশাটির সঙ্গে বিপরীত দিকে থেকে আসা বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাচালকসহ চার যাত্রী ঘটনাস্থলেই মারা যান।’
বাসটিকে জব্দ করা গেলেও এর চালক পালিয়ে গেছেন বলেও জানান তিনি।

দৈনিক আজকের প্রভাত

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।