শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ, ১৪৩১

আওয়ামী লীগ ফিরতে পারবে না

admin
নভেম্বর ২, ২০২৪ ৪:০৮ অপরাহ্ণ
Link Copied!

আজকের প্রভাত ডেস্ক:

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি ও সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন, হিটলার-নমরুদ-চেঙ্গিস খান-আইয়ুব খান এবং টিক্কা খান ক্ষমতাচ্যুত হওয়ার পর আর ফিরে আসতে পারেনি। আওয়ামী লীগও ফিরে আসতে পারবে না।
শুক্রবার উপজেলার নোয়ারাই ইউনিয়নের চৌমুহনী বাজারে ইউনিয়নের বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করে যারা একদলীয় শাসন প্রতিষ্ঠা করেছিল, তারা আর কখনো ক্ষমতায় আসতে পারবে না। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। এরা হলো পলাতক শক্তি। এই দুর্নীতিবাজ লুটেরা আর মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবে না। তাই এরা আর ফিরে আসতে পারবে না।
বিএনপির সহ-সভাপতি হাজী সমুজ আলীর সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সহ-শিল্প বিষয়ক সম্পাদক কয়েছ আহমেদ এবং উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিজন তালুকদারের পরিচালনায় কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান সামসুল হক নমু, জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আলতাফুর রহমান খছরু, জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শামছুর রহমান শামছু, জেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক সামসুর রহমান বাবুল প্রমুখ। এছাড়া বিএনপি, যুবদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, জাসাস ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন ক্বারী আব্দুল ওয়াহিদ।

 

Please follow and like us:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
Social media & sharing icons powered by UltimatelySocial