বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ, ১৪৩১

আফগানিস্তানে বিমান হামলা চালাল পাকিস্তান

admin
ডিসেম্বর ২৫, ২০২৪ ১১:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

আজকের প্রভাত ডেস্ক

আফগানিস্তানের পাকতিকা প্রদেশের বারমাল জেলায় বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এতে নারী ও শিশুসহ কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার রাতে আফগানিস্তানের লামানসহ অন্তত সাতটি গ্রামে হামলা চালায় পাকিস্তান। যেখানে একই পরিবারের পাঁচ সদস্য প্রাণ হারিয়েছেন। হামলার আগে কাবুলে দুই দেশের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের বৈঠক হয়। এর পরপরই আফগানিস্তানে হামলা চালালো পাকিস্তান। যদিও হামলার প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি দিয়েছে কাবুল। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি ও ভয়েস অফ আমেরিকা।
স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে যুদ্ধবিমান দিয়ে হামলা চালিয়েছে পাকিস্তান। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, বিমান হামলায় বারমালের মুর্গ বাজার নামের গ্রামটি প্রায় ধ্বংস হয়ে গেছে। এতে ওই অঞ্চলে চলমান মানবিক সংকট আরও তীব্র হয়েছে।
খামা প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, বিমান হামলায় ব্যাপক হতাহতের শিকার হয়েছে বেসামরিক নাগরিকরা। এছাড়া যে পরিমাণ ধ্বংসযজ্ঞ হয়েছে তাতে ওই অঞ্চলের উত্তেজনা আরও বেড়েছে। তবে হামলার তীব্রতা প্রকাশ করতে আরও সময় প্রয়োজন বলেও জানিয়েছে গণমাধ্যমটি।
পাকতিকা এবং বারমাল এলকার হামলার তীব্র নিন্দা জানিয়েছে তালেবান সরকার। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে নিজেদের ভূমি এবং সার্বভৌমত্ব রক্ষা করা তাদের বৈধ অধিকার। এ হামলায় ‘ওয়াজিরিস্তানি শরণার্থীদের’ লক্ষ্যবস্তু করায় তীব্র প্রতিবাদ জানিয়েছে তারা।
আনুষ্ঠানিকভাবে এখনও এ হামলার দায় স্বীকার করেনি পাকিস্তান। তবে বেশ কয়েকটি প্রতিরক্ষা সূত্র জানিয়েছে সীমান্তের কাছে তালেবানদের আস্তানা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। দুই দেশের সীমান্তে সন্ত্রাসী হামলা নিয়ে উত্তেজনার মধ্যে ইসলামাবাদের এমন আকস্মিক হামলা উত্তেজনা আরও বাড়িয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
এদিকে ভয়েস অফ আমেরিকার এক খবরে বলা হয়েছে, মঙ্গলবার পাকিস্তান ও আফগানিস্তানের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক হয়েছে। সীমান্তে সন্ত্রাসী হামলা নিরসনে কথা বলেছে উভয় দেশ। আফগান বিষয়ে পাকিস্তানের নতুন নিয়োজিত বিশেষ দূত মোহাম্মদ সাদিক কাবুলে অন্যান্যদেরসহ তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি এবং স্বরাষ্ট্র মন্ত্রী সিরাজুদ্দিন হাক্কানির সঙ্গে আলোচনায় তার টিমের নেতৃত্ব দেন। বৈঠকের পর এক বিবৃতিতে মুত্তাকির দপ্তর বলে যে, এই প্রতিনিধিদল দুই দেশের মধ্যে কূটনৈতিক, বানিজ্যিক ও ট্রানজিট সম্পর্ক উন্নত করতে চায়। এই দু’টি দেশের মধ্যে প্রায় ২,৬০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে।

Please follow and like us:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
Social media & sharing icons powered by UltimatelySocial