কুড়িগ্রাম প্রতিনিধিঃ উলিপুরে ধামশ্রেণী ইউনিয়নে বাবলু মিয়া নামে এক যুবক নিখোজ। কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের বিঞ্চুবল্লভ গ্রামের মোঃবক্তার আলীর প্রথম পুত্র মোঃ বাবলু মিয়া(২৫) গত ০৬/০৫/১৮ইং রোজ রবিবার স্বন্ধ্যা ৭ ঘটিকার সময় থেকে নিখোজ রয়েছেন । বিষয়টি নিয়ে গ্রামে উত্তেজনা বিরাজ করছে ।
জানা যায়- মোঃ বাবলু মিয়া পেশায় একজন ট্রলি চালক ,কৃষিজমিতে হালচাষের কাজ করতেন। তার স্ত্রী ও তিন বৎসরের এক পুত্র সন্তান রয়েছে । তার স্ত্রীর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,ঐ দিন সন্ধ্যা আনুমানিক ৭ ঘটিকার সময় স্বামী বাবলু মিয়া তার ব্যবহৃত মোবাইল ফোন সহ রানীগন্জ চৌমুহনী বাজারের উদ্দেশ্যে রওয়ানা হয়। এর ৩০ মিনিট পর বাবলু মিয়া স্ত্রীকে ও এক প্রতিবেশীকে মোবাইল ফোনে পরিচিত এক আত্মীয় তাকে কোথাও নিয়ে যাচ্ছে বলে জানায় ।এরপর থেকে তার আর কোন খোজ পাওয়া যায়নি এমনকি তার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে ,বলে তার স্ত্রী এ প্রতিবেদককে জানান ।
এঘটনার পর থেকে পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোজখবর নিয়ে কোন হদীস না পেয়ে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে । অতঃপর তার ভাই মোঃ নুরন্নবী মিয়া০৮/০৫/১৮ইং তারিখে উলিপুর থানায় নিখোজ হওয়ার একটি জিডি করেন । জিডি নং ৩৫৬ উলিপুর থানা, কুড়িগ্রাম।
নিখোজ বাবলুর স্ত্রী মোছাঃ আরফিনা বেগম বাবা মোঃ বক্তার আলী সহ গ্রামের লোকজন বিষয়টি পুলিশ প্রশাসন সহ উচ্চ মহলের হস্তক্ষেপ কামনা করছেন।