ক্রীড়া প্রতিবেদক : আগামী বছরের ১৮ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর জাকার্তায় এশিয়ার সর্ববৃহৎ ক্রীড়াযজ্ঞ এশিয়ান গেমসের মধ্য দিয়ে বিশ্বের সর্ববৃহৎ মহাদেশ এশিয়াকে এক সুঁেতায় গাঁথবে এশিয়ান গেমস। এশিয়ার সর্ববৃহৎ গেমসের সম্প্রীতির বার্তা পৌছে দিতে অলিম্পিক কাউন্সিল অব এশিয়া ( ওসিএ) এবং ১৮তম এশিয়ান গেমস অর্গানাইজিং কমিটি যৌথভাবে নিয়েছে বিশেষ উদ্যোগ। এশিয়ান গেমসের সম্প্রীতি এবং শান্তির বার্তা পৌছে দিতে এশিয়া মহাদেশের ২৮ টি দেশে পর্যায়ক্রমে ফান রান কর্মসূচী হাতে নিয়েছে ওসিএ এবং এশিয়ান গেমস অর্গানাইজিং কমিটি। আগামীকাল সকাল সাড়ে ৭টায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবন থেকে শুরু হয়ে সকাল ৯টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এসে শেষ হবে ফান রান। ক্রীড়াবিদ এবং ক্রীড়া সংগঠক, ক্রীড়া সংশ্লিস্ট ব্যক্তিবর্গ এবং শারীরিক শিক্ষা কলেজের শিক্ষার্থীদের সমন্বয়ে এই ফান রানে অংশগ্রহনকারীদের হাতে সার্টিফিকেট ও টি শার্ট তুলে দিবে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন। ফান রানে অংশগ্রহনকারীদের মধ্যে ৩০ জনকে লটারীর মাধ্যমে স্মারক পুরস্কার মেডেল দেয়া হবে। ফান রানের মাধ্যমে এশিয়ান গেমসের সম্প্রীতির বার্তা পৌছে দিতে গত ৮ ডিসেম্বর ওসিএ এবং এশিয়ান গেমস অর্গানাইজিং কমিটি ২ প্রতিনিধিকে বাংলাদেশে পাঠিয়েছে। ফান রান কর্মসূচীর দিনে তারা জাতীয় সংসদ ভবন এবং বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘর ঘুরে দেখবেন। ফান রান কর্মসূচী উপলক্ষ্যে বরিবার সকালে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন ভবনে ফান রান অর্গানাইজিং কমিটি এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। বাংলাদেশে ফান রান অর্গানাইজিং কমিটির আহŸায়ক ও বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) উপ-মহাসচিব আসাদুজ্জামান কোহিনুর, বিওএর উপ-মহাসচিব আশিকুর রহমান মিকু, বিওএ সদস্য ও বাংলাদেশে ফান রান ২০১৭’র সদস্য সচিব, বিওএ কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী দীন এবং অলিম্পিক এসোসিয়েশন অব এশিয়ার ২ প্রতিনিধি জিনস ঝো জিয়ান ও এলেনা রিস্টোভা চাকারোভা এই সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে ফান রানের বিস্তারিত তুলে ধরেন।