ঢাকা- ০৮ ডিসেম্বর, ২০২৪
কোনো বিদেশি অবৈধভাবে বাংলাদেশে থাকতে পারবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
উপদেষ্টা আজ দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ২৫ ডিসেম্বর ‘বড়দিন’ এবং ৩১ ডিসেম্বর ‘থার্টি ফার্স্ট নাইট’ উদযাপন সংক্রান্ত আইন-শৃঙ্খলা সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা জানান। তিনি এতে সভাপতিত্ব করেন।
উপদেষ্টা বলেন, অবৈধ বিদেশিদের বিষয়ে আজ আমরা একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি দিয়েছি। বিজ্ঞপ্তিটি ভালোভাবে প্রচারের জন্য তিনি উপস্থিত সাংবাদিকদের অনুরোধ জানান।
লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, থার্টিফার্স্ট নাইটে ফানুস ওড়ানো নিষেধ করা হয়েছে এবং রাস্তাঘাটে যাতে কোনো ধরনের অসুবিধা না হয় সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে।
উপদেষ্টা বলেন, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ কোনোভাবেই বরদাস্ত করা হবে না। তিনি বলেন, সীমান্তে আমরা পুরো সতর্ক রয়েছি। সিলেট, বেনাপোল-সহ সারাদেশে বিজিবি সতর্ক রয়েছে।
সভায় প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবদুল হাফিজ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোঃ খোদা বখস চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন-সহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।