আজকের প্রভাত ডেস্ক
সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশে খেলার সুযোগ পেয়েছিলেন রিশাদ হোসেন। আসন্ন বিগ ব্যাশের জন্য নিলাম থেকে তাকে দলে ভিড়িয়েছিল হোবার্ট হারিকেন্স। তবে শেষ পর্যন্ত বিগ ব্যাশে খেলার স্বপ্ন পূরণ হচ্ছে না তার।
রিশাদের বিগ ব্যাশ খেলার পথে প্রথম থেকেই বাধা ছিল বিপিএলের সূচি। তাছাড়া জাতীয় দলেও ব্যস্ততা বেড়েছে রিশাদের। তাই বিগ ব্যাশে দল পেলেও শেষ পর্যন্ত রিশাদ খেলতে পারবেন কিনা তা নিয়ে শঙ্কা ছিলোই। সেই শঙ্কা মাঝে দূর হয়েছিল।
জানানো হয়েছিল, আগামী ২১ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত বিগ ব্যাশ খেলার জন্য রিশাদকে অনাপত্তিপত্র দেওয়া হয়েছে। এই সময়ে ফ্র্যাঞ্চাইজিটির হয়ে দুটি ম্যাচ খেলার সুযোগ পাবেন বাংলাদেশি এই লেগি। তবে শেষ পর্যন্ত এখন সেটিও হচ্ছে না।
রিশাদের ফ্র্যাঞ্চাইজি হোবার্ট এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। যেখানে রিশাদের বদলি হিসেবে আফগানিস্তানের বাঁহাতি স্পিনার ওয়াকার সালামখিলকে দলে ভেড়ানোর কথা জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। যার ফলে এখন আর বিগ ব্যাশ খেলা হচ্ছে না রিশাদের।