শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৬ পৌষ, ১৪৩১

ডিইএবের গণপূর্ত শাখার ৮১ সদস্যের কমিটি গঠন

editor
নভেম্বর ২৯, ২০২৪ ৫:৩৫ অপরাহ্ণ
Link Copied!

প্রকৌশলী মুহাম্মদ আ‌নিসুজ্জামানকে সভাপতি ও প্রকৌশলী মোহাম্মদ বোরহান উ‌দ্দিনকে মহাসচিব করে জাতীয়তাবাদী আদ‌র্শে বিশ্বাসী ডি‌প্লোমা প্রকৌশলীদের জাতীয় সংগঠন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএব)-এর গণপূর্ত অ‌ধিদপ্তর শাখার পূর্ণাঙ্গ ক‌মি‌টি গ‌ঠন করা হ‌য়ে‌ছে। কমিটির সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো: শফিউল আযম সোহেল। বুধবার বাংলা‌দেশী জাতীয়তাবাদী আদ‌র্শে বিশ্বাসী ডি‌প্লোমা প্রকৌশলীে‌দের জাতীয় সংগঠন (‌ডিইএব) এর গণপূর্ত অ‌ধিদপ্তর শাখার পূর্ণাঙ্গ ক‌মি‌টি গ‌ঠন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ক‌মি‌টির সভাপ‌তি প্রকৌশলী মুহাম্মদ আ‌নিসুজ্জামান এবং মহাস‌চিব প্রকৌশলী মোহাম্মদ বোরহান উ‌দ্দিন ও সাংগঠনিক সম্পাদক মো: শফিউল আযম সোহেল জানান, গত ৫ আগষ্ট ছাত্র-জনতার বিপ্লব পরবর্তী বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে বাংলার আপোষহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং যুব সমা‌জের আইকন বিএন‌পি`র ভারপ্রাপ্ত চেয়ারম‌্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করণের নিমিত্তে এবং প্রাতিষ্ঠানিক ষড়যন্ত্র রুখতে গঠিত কমিটি শহীদ জিয়ার আদর্শ ধারন করে দেশ, জাতি এবং ডিপ্লোমা প্রকৌশলীদের কল্যাণে কাজ করতে অঙ্গীকারবদ্ধ। বাংলাদেশ পিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশলী কমিতির কেন্দ্রীয় কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপ বিভাগীয় প্রকৌশলী মো: ইয়াছিন মিয়া। সভার সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক ৮১ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়।

Please follow and like us:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
Social media & sharing icons powered by UltimatelySocial