সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, ১৫ পৌষ, ১৪৩১

পাচার অর্থ ফেরাতে কাজ হচ্ছে

admin
অক্টোবর ২০, ২০২৪ ৪:৫৪ অপরাহ্ণ
Link Copied!

আজকের প্রভাত ডেস্ক:

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, গত ১৫ বছরে দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে। পাচার হওয়া অর্থ ফেরত আনতে টাস্কফোর্স কাজ করছে। এজন্য কারিগরি কিছু সহায়তা লাগবে। এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ওয়াশিংটনে আলোচনা করবেন।
রোববার (২০ অক্টোবর) সচিবালয়ে আয়োজিত এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন অর্থ উপদেষ্টা।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কতদিন লাগবে পাচারের টাকা ফেরত আসতে তা এখনই বলা যাবে না। কয়েক বছর ধরে এই টাকা পাচার হয়েছে। তা ফেরত আসতে সময়তো লাগবেই।
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বিষয়ে সালেহউদ্দিন আহমেদ বলেন, বাজার নিয়ন্ত্রণে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। টিসিবির আওতা আরও বাড়ানো হচ্ছে। একই সঙ্গে কৃষি বিপণন অধিদপ্তরও কাজ করছে। বেসরকারি কিছু প্রতিষ্ঠান বাজার নিয়ন্ত্রণে উদ্যোগ নিয়েছে, সেটাকেও আমরা সাধুবাদ জানাই।

দৈনিক আজকের প্রভাত

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।