বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫, ২৫ পৌষ, ১৪৩১

পুলিশ কর্মকর্তাকে পেটানো স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

admin
জানুয়ারি ৭, ২০২৫ ১০:২৮ অপরাহ্ণ
Link Copied!

আজকের প্রভাত ডেস্ক
চট্টগ্রামে নগরে পুলিশ কর্মকর্তাকে পেটানোর ঘটনায় নেতৃত্ব দেয়া স্বেচ্ছাসেবক দল নেতা শহীদুল ইসলাম শহীদকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ছিলেন। কোতোয়ালি থানার সাবেক ওসি মোহাম্মদ নেজাম উদ্দীনকে পেটানোয় তাকে বহিষ্কার করা হয়।
মঙ্গলবার নগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু এ সিদ্ধান্ত নিয়েছেন বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। নগর স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক এম. আবু বক্কর রাজুর পাঠানো বিজ্ঞপ্তিতে তাকে প্রাথমিক সদস্যপদ থেকেও বহিষ্কারের কথা জানানো হয়। বহিষ্কৃত শহীদ চসিক মেয়র ও নগর বিএনপি’র সাবেক আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনের অনুসারী বলে পরিচিত। মূলত বিগত আওয়ামী লীগ শাসনামলে শাহাদাত হোসেনের সঙ্গে খারাপ আচরণের কারণে সোমবার দুপুরে হামলার শিকার হয়েছেন নেজাম।
জানা যায়, সোমবার দুপুরে নগরের পাঁচলাইশ থানার পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকা হয়ে কোথাও যাচ্ছিলেন কোতোয়ালি থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা ও বর্তমানে ঢাকায় ডিবিতে কর্মরত নেজাম উদ্দীন। এ সময় তাকে দেখতে পান শহীদ এবং দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক নুর হোসেন। তাদের সঙ্গে আরো কয়েকজন নেতাকর্মী ছিলেন। একপর্যায়ে নেজামের কলার ধরে টেনেহিঁচড়ে পরনের শার্ট ছিঁড়ে ফেলেন তারা। তাকে মারধরও করা হয়। পরে খবর পেয়ে নেজাম উদ্দীনকে পাঁচলাইশ থানা পুলিশ হেফাজতে নেয়।

দৈনিক আজকের প্রভাত

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।