সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, ১৫ পৌষ, ১৪৩১

ফার্স্ট সিকিউরিটির এএমডির পদত্যাগ

admin
নভেম্বর ৪, ২০২৪ ৬:৪০ অপরাহ্ণ
Link Copied!

আজকের প্রভাত ডেস্ক
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের (এফএসআইবি) অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) মো. মোস্তফা খায়ের পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন ২০০৬ সাল থেকে ব্যাংকটিতে কর্মরত এই জ্যেষ্ঠ কর্মকর্তা। পদত্যাগের পর ব্যাংকটির কর্মীদের উদ্দেশে লেখা চিঠিতে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।
এফএসআইবির চেয়ারম্যান ছিলেন বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অতি ঘনিষ্ঠ ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন। আওয়ামী সরকারের পতনের পর ব্যাংকটির পরিচালনা পর্ষদকে এস আলম গ্রুপের হাত থেকে মুক্ত করে বাংলাদেশ ব্যাংক। তবে তার আগেই ব্যাংকের অর্ধেকের বেশি টাকা এস আলম বিভিন্ন নামে বের করে নিয়েছে বলে কেন্দ্রীয় ব্যাংককে জানিয়েছে ব্যাংকটি।
কর্মকর্তারা বলছেন, বিভিন্নভাবে এফএসআইবি থেকে যে টাকা বের করে নেওয়া হয়েছে, সেই টাকা ফেরত আসছে না। ফলে ব্যাংকটি তারল্যসংকটে ভুগছে এবং গ্রাহকের আমানতের টাকা ফেরত দিতে হিমশিম খাচ্ছে। ব্যাংকের এই পরিস্থিতিতে পদত্যাগ করলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা খায়ের।
পদত্যাগের কারণ জানতে চাইলে মোস্তফা খায়ের বলেন, ‘ব্যাংক গ্রাহকের টাকাপয়সা দিতে পারছি না। আমার অনেক আত্মীয়স্বজন এই ব্যাংকে টাকা রেখেছিল, তাদের টাকাও ফেরত দিতে পারছিলাম না। ফলে কাজ করতে আর ভালো লাগছিল না। এ জন্য পদত্যাগ করেছি।’

দৈনিক আজকের প্রভাত

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।