শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ, ১৪৩১

ফুটবলারদের সমস্যা নিয়ে আলোচনা হয়েছে

admin
নভেম্বর ২, ২০২৪ ৪:১০ অপরাহ্ণ
Link Copied!

আজকের প্রভাত ডেস্ক:

প্রধান উপদেষ্টার সঙ্গে নারী ফুটবলারদের আলোচনার বিষয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘তাদের সমস্যাগুলোর বিস্তারিত আলোচনা হয়েছে। সেগুলো সমাধানে স্যার ব্যক্তিগতভাবে এ বিষয়ে ব্যবস্থা নেবেন বলেছেন।’
শনিবার সকালে সাফজয়ী নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার সংবর্ধনা শেষে তিনি এসব কথা বলেন।
কোন ধরনের সমস্যা তুলে ধরা হয়েছে তা জানতে চাইলে আসিফ আরও বলেন, ‘আবাসন সমস্যা, অনুশীলন, বেতন কাঠামো সব কিছু নিয়েই কথা হয়েছে। খোলামেলা আলোচনা হয়েছে। এখানে এমন না যে কোনো কিছু আসেনি, সব কিছুই এসেছে। এই সবগুলোই আমরা এড্রেস করব এবং সেজন্য প্রত্যেককেই বলা হয়েছে আমাদের লিখিত দিতে দুই তিন দিনের মধ্যে। এবং সরাসরি আমি স্যারকে সেটা পৌঁছে দেবো।’
এর আগে সাফজয়ী নারী ফুটবল দলকে সংবর্ধনা দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ সময় নারী দলের পক্ষ থেকে ফুটবলারদের অটোগ্রাফ সংবলিত অধিনায়ক সাবিনা খাতুনের একটি জার্সি উপহার দেয়া হয় প্রধান উপদেষ্টাকে। পরে প্রধান উপদেষ্টার সঙ্গে আনুষ্ঠানিক ফটোসেশন অংশ নেন ফুটবলাররা।
এদিন সকাল সাড়ে ১০টার দিকে যমুনায় প্রবেশ করেন সাফজয়ী নারী ফুটবল দলের ২৩ ফুটবলার। তাদের সঙ্গে ছিলেন দলের ম্যানেজার মাহমুদা অনন্যা এবং প্রধান কোচ পিটার বাটলারও।
উল্লেখ্য, গত বুধবার রাতে কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে নেপালকে ২-১ গোলে হারিয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপ জিতে বাংলাদেশ। পরদিন বৃহস্পতিবার দেশে ফেরে বাংলাদেশ নারী ফুটবল দল। এরপর বিকাল ৪টায় বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে রওনা দিয়ে বাফুফে ভবনে এসে পৌঁছান সাফজয়ী নারী ফুটবলাররা। বাফুফে ভবনে পৌঁছালে তাদের ফুল দিয়ে বরণ করে নেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

Please follow and like us:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
Social media & sharing icons powered by UltimatelySocial