সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, ১৫ পৌষ, ১৪৩১

বগুড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিড়ি শিল্প মালিক ও শ্রমিকদের দোয়া

Sumon Chowdhury
জুন ২২, ২০২১ ১:২৭ অপরাহ্ণ
Link Copied!

আজকের প্রভাত প্রতিবেদক :২০২১-২০২২ অর্থ বছরের বাজেটে বিড়ি শিল্পের উপর নতুন করে শুল্ক আরোপ না করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১ টায় বগুড়া শহরের দক্ষিণ কাটনাড়পাড়া এলাকায় জয়নাল বিড়ি কারখানা প্রাঙ্গণে এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয় । বৃহত্তর বগুড়া অঞ্চলের বিড়ি মালিক ও শ্রমিক ইউনিয়নের আয়োজনে অনুষ্ঠিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বৃহত্তর বগুড়া বিড়ি মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম। দোয়া অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর কবিরাজ তরুণ কুমার চক্রবর্তী ও ৫ নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল করিম ডাবলু । দোয়া অনুষ্ঠানে বগুড়া জেলার বিড়ি শিল্প মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ছাড়াও বিড়ি শিল্প মালিক ও শ্রমিকরা অংশ নেন ।

দৈনিক আজকের প্রভাত

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।