আজকের প্রভাত প্রতিবেদক : বাজারে পাওয়া যাচ্ছে এফক্স ব্র্যান্ডের আইএইচ ৮১-এমএ মডেলের মাদারবোর্ড। ইন্টেল এইচ৮১ চিপসেটের এই মাদারবোর্ডটি চতুর্থ প্রজন্মের ইন্টেল প্রসেসর (এলজিএ ১১৫০ সকেট) সমর্থন করে। এতে ২টি র্যাম স্লট রয়েছে যাতে সর্বোচ্চ ১৬ গিগাবাইট ১৩৩৩/১৬০০ বাসের ডিডিআর ৩ র্যাম স্থাপন করা যায়।
মাদারবোর্ডটিতে ইন্টেলের ইন্টিগ্রেটেড গ্রাফিক্স প্রসেসর ও রিয়েলটেক এএলসি ৬৬২ চিপসেটের অডিও প্রসেসর (৬ চ্যানেল অডিও আউটপুট সমর্থিত) ব্যবহার করা হয়েছে। রয়েছে রিয়েলটেকের গিগাবিটল্যান পোর্ট, ১টি পিসিআই এক্সপ্রেস স্লট, ১টি ভিজিএ, ১টি এইচডিএমআই, ২টি ইউএসবি ২.০ ও ২টি ইউএসবি ৩.০ পোর্ট।
১৮ মাসের ওয়ারেন্টিসহ মাদারবোর্ডটির মূল্য ৪,২০০ টাকা। পণ্যটি বাজারজাত করছে কম্পিউটার সিটি টেকনোলজিস লিঃ।
বিস্তারিতঃ ৯৬১২৬২৯-৩০, ৯৬৩৪৬৮৪-৮৫।
Please follow and like us:
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।