আজকের প্রভাত প্রতিবেদক : স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ বাজারে নিয়ে এসেছে গিগাবাইট ব্রান্ডের আরএক্স ৫৭০গেমিং-৮জি এমআই মডেলের গেমিং গ্রাফিক্স কার্ড।
রেডিয়ন আরএক্স ৫৭০ মডেলের চিপসেট সম্পন্ন এই ভিজিএ কার্ডে থাকছে ১২৫৫ মেগাহার্জ কোর ক্লক স্পীড, ৭০০০ মেগাহার্জ মেমোরি ক্লক স্পীড, ৮ জিবি মেমোরি, ২৫৬ বিট বাস স্পীড, জিডিডিআর৫ প্রযুক্তি, ডিরেক্ট এক্স ১২, এটিএক্স পিসিবি ফরম, ডুয়াল লিংক ডিভিআই, এইচডিএমআই ২.০ এবং ৭৬৮০*৪৩২০ ডিজিটাল ম্যাক্স রেজুলুশন। এই গ্রাফিক্স কার্ডটির পাওয়ার কনজাম্পশন ৪৫০ ওয়াট।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।