বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের উপপরিচালক ও সহকারী পরিচালক পদে ব্যাপকভাবে বদলি করা হয়েছে। বিআরটিএ ঢাকা সার্কেল ১ এর উপপরিচালক বিভাগীয় অফিস বরিশাল ও চট্টগ্রাম সার্কেল ১ এর উপপরিচালক বিভাগীয় অফিস ময়মনসিংহ এবং সহকারী পরিচালকদের দেশের বিভিন্ন জেলায় একযোগে উলটপালট ভাবে ব্যাপক হারে বদলী করেছে বিআরটিএ।
সোমবার (১৪ অক্টোবর) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) রিপন কুমার সাহা উপপরিচালক (প্রশাসন)এর স্বাক্ষরিত জারি করা পৃথক প্রজ্ঞাপনে এই বদলি আদেশ করা হয়েছে।
বদলি হওয়াদের মধ্যে বিআরটিএ ঢাকা সার্কেল ১ এর উপপরিচালক মোহাম্মদ রফিকুল ইসলামকে বরিশাল সার্কেল বিআরটিএ বিভাগীয় অফিস, চট্টগ্রাম সার্কেল ১ এর উপপরিচালক তৌহিদুল ইসলামকে ময়মনসিংহ সার্কেল বিআরটিএ বিভাগীয় অফিসে বদলী করেছে।
ঢাকাসহ সারাদেশে- বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) উপপরিচালক ও সহকারী পরিচালকসহ ১৯ কর্মকর্তাকে একযোগে বদলি।
এদিকে, পৃথক এক আদেশে সহকারী পরিচালক এস,এম, মাহাবুবুর রহমান বিআরটিএ ভোলা সার্কেল আছেন, তাকে দিয়েছেন রংপুর বিভাগীয় সার্কেল বিআরটিএ অফিসে, সহকারী পরিচালক এস এম মাহফুজুর রহমান যশোর থেকে ঝালকাঠি সার্কেল, সহকারি পরিচালক তানভীর আহমেদ খুলনা থেকে রাজশাহী বিভাগীয় সার্কেল, সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন ঢাকা অফিস থেকে জয়পুরহাট সার্কেল বিআরটিএ,খালিদ মাহমুদ সহকারী পরিচালক ঢাকা সার্কেল থেকে বরিশাল বিভাগীয় সার্কেল, মহা: মাসুদুর রহমান জোয়াদ্দার সহকারী পরিচালক মাগুরা সার্কেল থেকে ঢাকা সার্কেল, জিএম নাদির হোসেন সহকারী পরিচালক ঢাকা মেট্রো ২ সার্কেল থেকে শেরপুর সার্কেল, মোঃ আনোয়ারুল কিবরিয়া সহকারী পরিচালক শেরপুর থেকে ঢাকা মেট্রো ২ সার্কেল, মোঃ আতিয়ার রহমান সহকারি পরিচালক ঝিনাইদাহ থেকে ব্রাহ্মণবাড়িয়া সার্কেল, মোঃ আবু আশরাফ সিদ্দিকী সহকারী পরিচালক ব্রাহ্মণবাড়িয়া থেকে ঝিনাইদাহ সার্কেল, মোঃ রিয়াজুল ইসলাম সহকারী পরিচালক সিলেট থেকে কুড়িগ্রাম সার্কেল, মোঃ আব্দুল হালিম সহকারী পরিচালক পাবনা থেকে সিরাজগঞ্জ সার্কেল, মোঃ আলতাব হোসেন সহকারী পরিচালক সিরাজগঞ্জ থেকে পাবনা সার্কেল, মোঃ মইনুল ইসলাম সহকারী পরিচালক খুলনা থেকে রাঙ্গামাটি সার্কেল, উসমান সরওয়াল আলম সহকারী পরিচালক রাঙ্গামাটি থেকে খুলনা সার্কেল, এসকল সহকারী পরিচালকদের বিভিন্ন জেলায় এই দায়িত্ব দেওয়া হয়েছে।