আজকের প্রভাত রিপোর্ট: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থ। তিনি সিজনাল জ্বরে ভুগছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (১ অক্টোবর) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সংবাদমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।
শায়রুল জানান, বিএনপি মহাসচিব সোমবার থেকে জ্বরে আক্রান্ত। রাতে তাকে দেখতে গিয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
জানা গেছে, অসুস্থ হওয়ায় ফখরুল আপাতত বাসাতেই চিকিৎসা নিচ্ছেন। মঙ্গলবার তার পূর্ব নির্ধারিত কর্মসূচি বাতিল করা হয়েছে।
৭৬ বছর বয়সী রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘদিন ধরে বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করছেন। সরকারবিরোধী আন্দোলন করতে গিয়ে বেশ কয়েক বার তাকে কারাগারে যেতে হয়েছে। অসুস্থতার কারণে তিনি নিয়মিত সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা করান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।