সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, ১৫ পৌষ, ১৪৩১

বিশ্বকাপ উপলক্ষ্যে বাগডুম থেকে টিভি কিনলে গ্রাহকরা পাচ্ছেন ৪৯% পর্যন্ত মূল্য ছাড়

Sumon Chowdhury
মে ২৪, ২০১৮ ৪:৩৩ অপরাহ্ণ
Link Copied!

আজকের প্রভাত প্রতিবেদক : বাংলাদেশের অন্যতম শীর্ষ লাইফস্টাইল ই-কমার্স প্ল্যাটফর্ম বাগডুমডটকম আসন্ন ফিফা বিশ্বকাপ উপলক্ষ্যে বিভিন্ন ব্র্যান্ডের টিভিতে আকর্ষণীয় মূল্য ছাড়ের অফার ঘোষণা করেছে। এই অফারের আওতায় সনি, স্যামসাং, প্যানাসনিক, এলজি, ইকো প্লাস, কনিয়ন, সোহানা এবং তোসিবা ব্র্যান্ডের টিভি কিনলে গ্রাহকরা সর্বোচ্চ ৪৯% পর্যন্ত মূল্য ছাড় উপভোগ করার সুযোগ পাবেন। এছাড়াও গ্রাহকরা ৪০ হাজার টাকার কম মূল্যের যেকোনো টিভি কিনলে প্রত্যেক টিভির সঙ্গে থাকছে দুটো ফ্রি জার্সি এবং ৪০ হাজার টাকা বা তার চেয়ে বেশি মূল্যে টিভি কিনলে প্রত্যেক টিভির সঙ্গে একটি করে সাউন্ড সিস্টেম ফ্রি পাবেন।
অফারটিতে সনি টিভিতে থাকছে সর্বোচ্চ ৪৯%, স্যামসাং টিভিতে সর্বোচ্চ ৪৩%, এলজি টিভিতে সর্বোচ্চ ৩০%, সোহানা টিভিতে ২১% এবং প্যানাসনিক ব্র্যান্ডের যেকোনো টিভি কিনলে ফ্ল্যাট ১০% পর্যন্ত মূল্য ছাড়। এছাড়াও কনিয়ন টিভি ও ইকো প্লাস টিভিতে থাকছে আকর্ষণীয় মূল্য ছাড়। পাশাপাশি হামিম টিভি কিনলে গ্রাহকরা সঙ্গে পাচ্ছেন ফ্রি টেবিল ফ্যান ও সিলিং ফ্যান। বিশ্বকাপ উপলক্ষ্যে বাগডুমডটকম-এ অন্যান্য সব ব্র্যান্ডের পণ্যেও থাকছে আকর্ষণীয় সব অফার।
বাগডুমডটকমের সিইও মিরাজুল হক বলেন, আসন্ন ফিফা বিশ্বকাপের উত্তেজনায় কাঁপছে পুরো বিশ্ব। আমাদের মূল্যবান গ্রাহকদের বিশ্বকাপ উত্তেজনাকে অনেক বেশি আনন্দময় করে তুলতে আমাদের এই আয়োজন। আশা করছি, দারুণ এই অফারের সঙ্গে এবারের বিশ্বকাপ বেশ উপভোগ্য ও আনন্দময় হয়ে উঠবে।

দৈনিক আজকের প্রভাত

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।