ক্রীড়া প্রতিবেদক : হংকংয়ের ম্যাক্সওয়েল হেওয়ার্ডের কাছে হেরে এশিয়ান অনূর্ধ্ব-১৪ সিরিজ টেনিসের বালক এককে রানারআপ হয়েছেন বাংলাদেশের রাকিব হোসেন। শুক্রবার রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে বালক এককের ফ্ইানালে হংকংয়ের ম্যাক্সওয়েল হিওয়ার্ড ৬-৪ ও ৬-০ গেমে বাংলাদেশের রাকিব হোসেনকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন। বালিকা এককে কোরিার জি ও চুই ৬-১ ও ৭-৬(৫) গেমে স্বদেশী ইয়ং ইয়ুনন রিও-কে পরাজিত করে চ্যাম্পিয়ন হন। এদিকে, বালক দ্বৈতে বাংলাদেশের মোহাম্মদ রাকিব ও জোবায়েদ উৎস জুটি ৬-১ ও ৬-১ গেমে কোরিয়ার জং মিন সন ও সাং হো সন জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন। ফাইনাল খেলা শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বিজয়ীদের পুরস্কৃত করেন। এ সময় বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন এবং ফার্ষ্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো: আলী উপস্থিত ছিলেন।