শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ, ১৪৩১

বেস্ট ইলেকট্রনিক্স এর পণ্য পাওয়া যাবে বাগডুমে

editor
ডিসেম্বর ২১, ২০১৭ ১০:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

আজকের প্রভাত প্রতিবেদক : বাংলাদেশের অন্যতম শীর্ষ লাইফস্টাইল ই-কমার্স প্ল্যাটফর্ম বাগডুম ডট কম এবং বিশ্বখ্যাত ইলেকট্রনিক্স সামগ্রী বাজারজাতকারী শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান বেস্ট ইলেকট্রনিক্স লিমিটেড-এর মধ্যে একটি সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর হয়েছে। এর মাধ্যমে গ্রাহকরা বেস্ট ইলেকট্রনিক্স-এর কনজ্যুমার ইলেকট্রনিক্স পণ্যসমূহ এখন থেকে বাগডুমের ওয়েবসাইটেও পাবেন।
রাজধানীর মতিঝিলের সিটি সেন্টারে জামান গ্রুপের প্রধান কার্যালয়ে উভয় পক্ষের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এতে উপস্থিত ছিলেন বাগডুম-এর সিইও মিরাজুল হক এবং বেস্ট ইলেকট্রনিক্স-এর ডিরেক্টর সৈয়দ তাহমিদ জামান রাশিক। এছাড়া উভয় প্রতিষ্ঠানের উর্দ্ধতন কর্মকর্তারাও এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এই চুক্তির মাধ্যমে, হিটাচি, প্যানাসনিক, শার্প, কোনিয়ন, ওয়ার্লপুল, ফিলিপ্স, মিডিয়া, তোশিবা এর সকল হোম অ্যাপ্লায়েন্স, কিচেন অ্যাপ্লায়েন্স সহ ইলেকট্রিক্যাল ও পাওয়ার পণ্য বাগডুম ডট কম-এর মাধ্যমে কেনা যাবে।
এই চুক্তির মাধ্যমে গ্রাহকরা কোনিয়ন ইলেকট্রনিক্স-এর যেকোনো পণ্য কিনে পাবেন ১০% মূল্যছাড় এবং সকল পণ্যে বাগডুম ডট কম-এর মাধ্যমে সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারি।
চুক্তির বিষয়ে সৈয়দ তাহমিদ জামান রাশিক বলেন, বাগডুম-এর ই-কমার্স প্ল্যাটফর্ম-এর উন্নত নেটওয়ার্কের মাধ্যমে গ্রাহকরা এখন এক ক্লিকেই উপভোগ করতে পারবেন বেস্ট ইলেকট্রনিক্স-এর অনুমোদিত ইলেকট্রনিক্স পণ্যসমূহ।
বাগডুম ডট কম-এর সিইও মিরাজুল হক বলেন, বাংলাদেশের অন্যতম মাল্টি-ব্র্যান্ড রিটেইল চেইন বেস্ট ইলেকট্রনিক্স-এর সাথে যুক্ত হতে পেরে আমরা সত্যিই অনেক গর্বিত। এর মাধ্যমে বাগডুম-এর সর্বস্তরের ক্রেতা, যারা শীর্ষস্থানীয় দেশী-বিদেশী ব্র্যান্ডের পাশাপাশি সেরা মূল্যের পণ্য খোঁজেন তাদের চাহিদা মেটাবে। আমরা আশা করি, উদীয়মান ই-কমার্স মার্কেট প্রতিষ্ঠায় আমাদের এই চুক্তি অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।

Please follow and like us:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
Social media & sharing icons powered by UltimatelySocial