আজকের প্রভাত ডেস্ক
ভারতের জেলেদের বাংলাদেশে আটক করে মারধরের অভিযোগ তুলেছেন পশ্চিমবঙ্গর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। সোমবার সাগর দ্বীপে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এসময় বাংলাদেশ থেকে ফেরত যাওয়া ৯৫ জন মৎসজীবীদের হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়। বিবিসির দেওয়া এক সংবাদে এ তথ্য জানানো হয়।
মমতা ব্যানার্জী বলেন, ‘আমাদের জানিয়েছিল, এরা বাংলাদেশি সীমানায় চলে গিয়েছিল। তখন খবরাখবর নিতে শুরু করি। আমরা দেখতে পাই, ওদের পুলিশ স্টেশনে আটক করে রাখা হয়েছে’।
এসময় বাংলাদেশে বিরুদ্ধে আটক ভারতীয় মৎসজীবীদের উপর মারধরের অভিযোগ তোলেন তিনি।
তিনি বলেন, ‘দেখলাম কয়েকজন জেলে খুড়িয়ে খুড়িয়ে হাঁটছিলেন। তখন আমি জিজ্ঞেস করলাম, কেন খুড়িয়ে খুড়িয়ে হাঁটছেন? তারা বলতে চাননি’।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।