আজেকের প্রভাত ডেস্ক:
সাভার উপজেলার সাবেক চেয়ারম্যান রাজীবের ভাগ্নে জাকির ওরফে মামা জাকিরকে গ্রেপ্তার করেছে ডিবি। শনিবার (১৯ অক্টোবর) রাতে ডিএমপির জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের ওই এলাকায় এক সময় ত্রাস তৈরি করেন। তার নামে মামলাও আছে। সেই মামা রাজীবের নাম ভাঙিয়ে জাকির গড়ে তোলেন সন্ত্রাসের রাজত্ব।
ডিবি জানিয়েছে, জাকিরের বিরুদ্ধে সাতটি হত্যা মামলা আছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।