নিজস্ব প্রতিবেদক: সাবেক রাষ্ট্রদূত মারুফ জামানসহ সকল নিখোঁজদের খুঁজে বের করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।
বৃহস্পতিবার সন্ধ্যায় আর্মি স্টেডিয়ামে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
পুলিশ বার্ষিক শ্যুটিং ও আইজি কাপ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় তিনি বলেন, মারুফ জামান নিখোঁজ হয়েছে বলে পরিবার জিডি করেছে, সেই ভিত্তিতে পুলিশ তদন্ত করছে।
নিখোঁজদের মধ্যে বেশিরভাগকেই পুলিশ উদ্ধার করতে সক্ষম হয়েছে জানিয়ে তিনি বলেন, কিছুদিন আগে এক পুরোহিত নিখোঁজ হয়েছেন, এর আগে ফরহাদ মজহার নিখোঁজ হয়েছিলেন। কিন্তু এর কারণগুলো আপনারা জানেন। সবগুলো নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারেই পুলিশ আন্তরিকভাবে কাজ করছে। বেশিরভাগ নিখোঁজ ব্যক্তিই উদ্ধার হয়েছে মারুফ জামানও উদ্ধার হবেন।
নিখোঁজদের মধ্যে যারা ফিরে এসেছেন, তাদের নিখোঁজ হওয়ার কারণ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ফরহাদ মজহার নিখোঁজের কারণ আপনারা জানেন। তেমনিভাবে সকল নিখোঁজেরই আলাদা কারণ রয়েছে, ইন জেনারেল কোন কারণ নেই।