আজকের প্রভাত ডেস্ক
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় এ তাপমাত্রা রেকর্ড করা হয়। আজ সারাদেশে দিন ও রাতে তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এর ফলে শীত বাড়বে।
আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, ‘দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে। এর ফলে শীতের অনুভূতি বাড়বে।’
এদিকে আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত পূর্বাভাসে বলা হয়, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পেতে পারে এবং দিনের ১ থেকে ২ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে বলে ওই পূর্বাভাসে বলা হয়।
উল্লেখ্য, এর আগে গতকাল সোমবার যশোরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।